বিদ্যা সিনহা মিম। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিদ্যা সিনহা মিম। অভিনেত্রীর ফেসবুক থেকে

নীল জল আর স্বচ্ছ বালির সৈকতে মিম

ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঘুরে বেড়াতে পছন্দ করেন। একটু ফুরসত মিললেই বেরিয়ে পড়েন। আর ঘুরে বেড়ানোর ছবি ভাগাভাগি করেন ভক্তদের সঙ্গে। আজ দুপুরেও নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এমন কিছু ছবি। মিম সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

গত ঈদের ছুটিতে থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন মিম, সেখান থেকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন নিজের দিনযাপনের গল্প। তবে এবারের ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য জানাননি অভিনেত্রী। মিমের ফেসবুক থেকে
আজ দুপুরে পোস্ট করা ছবিগুলোতে সমুদ্রসৈকতে ঘুরে বেড়াতে দেখা গেছে মিমকে। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন স্বামী সনি পোদ্দারও। মিমের ফেসবুক থেকে
মিমের ছবিগুলোর তাঁর ভক্ত–অনুসারীরা বেশ পছন্দ করেছেন। পোস্ট করার আধা ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া এসেছে দুই হাজারের বেশি। মিমের ফেসবুক থেকে
অনেক দিন ধরেই বড় পর্দায় নেই মিম, ২০২২ সালে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায় সবশেষ দেখা যায় অভিনেত্রীকে। মিমের ফেসবুক থেকে
অভিনেত্রী জানিয়েছেন, তিনি ‘পরাণ’ সিনেমার সাফল্যের পর অনেক প্রস্তাব পেয়েছেন। কিন্তু মনমতো না হওয়ায় অনেক প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। মিমের ফেসবুক থেকে
এর আগের সরকারি অনুদানের সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’–এ অভিনয় করেছেন মিম। ছবিটি এখনো মুক্তি পায়নি। অভিনেত্রীর ফেসবুক থেকে