বুবলী ও সজল। কোলাজ
বুবলী ও সজল। কোলাজ

ভারতীয় সীমান্তে শুটিং সেটে হাতির আক্রমণ, কেমন আছেন বুবলী–সজলরা

শেরপুরের নালিতাবাড়ীতে যেখানে শবনম বুবলী ও সজল অভিনীত সিনেমার শুটিং চলছে, সেখানে গারো পাহাড় থেকে প্রায়ই বন্য হাতি চলে আসে। গতকাল মঙ্গলবার ছবির পরিচালক, নায়ক ও নায়িকার সঙ্গে যখন কথা হয়, তখন তাঁরা জানিয়েছেন, আসা–যাওয়ার পথে হাতি তাঁদেরও চোখে পড়েছে। এর মধ্যে আজ বুধবার সন্ধ্যায় জানা গেল, শুটিং সেটে হাতির আক্রমণের ঘটনা। আজ সকালে একদল হাতির আক্রমণে শুটিং সেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতির আক্রমণের সময় আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে গিয়ে ছবির কয়েকজন অভিনয়শিল্পী ও কলাকুশলী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় কথা হয় ছবির অভিনয়শিল্পী সজল ও বুবলী এবং পরিচালক রাশেদা আক্তারের সঙ্গে।

অভিনেতা সজল। ছবি: ফেসবুক

পরিচালক বললেন, ‘এখানে আসার পর শুনেছি, প্রায় সময় দলবলসহ হাতি লোকালয়ে চলে আসে। এতে ফসলি জমিসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের শুটিংয়ের সময়ও তেমন ঘটনা ঘটেছে। তবে এখন সবাই ঠিকঠাক আছে। কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। তাই এখন আমরা শুটিং সেটের চারপাশে আলো জ্বালিয়ে শুটিং করছি।’

সজল বললেন, ‘আমরা তখন শুটিং করছিলাম। ৯–১০টি হাতি এসেছিল। একসঙ্গে এত হাতি দেখে প্রথমবার সরে যেতে পারলেও দ্বিতীয়বার শেষ রক্ষা হয়নি। দৌড়াতে গিয়ে তখন পায়ে ব্যথা পেয়েছি। ব্যথা নিয়েই শুটিং করছি। পরে শুনলাম, দুজন হাতির আক্রমণে মারাত্মকভাবে আহত হয়েছেন। আমাদের কারও সে রকম অবস্থা হতে পারত। তবে আজ সকালের আক্রমণে আমাদের শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কথা হয় বুবলীর সঙ্গে। তিনি বললেন, ‘আমি তখন শুটিং স্পটে ছিলাম না। তবে শুনেছি, হাতির আক্রমণে অনেক ক্ষতি হয়েছে সেটের। কেউ কেউ আহত হয়েছেন। এখানে আসার পর শুনলাম, হাতির আক্রমণ এখানে নিয়মিত ঘটনা। আমি যেখানে উঠেছি, সেখান থেকে হাতির আনাগোনা দেখা যায়।’

সজল ও বুবলী যে ছবিটির শুটিং করছেন, সেটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’।

শবনম বুবলী

পরিচালক জানিয়েছেন, এই নাম বদলে যেতে পারে। শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে ২১ মে থেকে চলছে নতুন এই ছবির শুটিং। এটি সজল ও বুবলী অভিনীত প্রথম কোনো চলচ্চিত্র হতে যাচ্ছে। সজল ও বুবলী অভিনীত এই ছবিতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।