‘এই ঝড়ের কোনো সীমানা নাই’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। এই অভিনয়শিল্পীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
ঈদের সিনেমা ‘তাণ্ডব’ এবার দেশ ছাড়িয়ে বিদেশে মুক্তি পাচ্ছে। সেই খবর জানিয়ে শাকিব খান ছবিটি পোস্ট করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘এবার “তাণ্ডব” যাচ্ছে বিদেশের বাজারে। এই ঝড়ের কোনো সীমানা নাই। এই জুনে বিশ্বের বিভিন্ন জায়গায় চলবে “তাণ্ডব”।’
ছবি: ফেসবুক
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমারও যা কিছু অবহেলা, অগোচর/লিখে রাখি প্রেম অগোছালো, মনগড়া।’
তাঁরা একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন। সেসব নাটকের চরিত্র ধরেই অ্যালেন শুভ্রকে জন্মদিনের শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী সুষমা সরকার। তিনি লিখেছেন, ‘খায়রুল (অ্যালেন শুভ্র) শুভ জন্মদিন। অভিনয়জীবনের এই বর্ণিল যাত্রা বহমান থাকুক। শুভকামনা আর ভালোবাসা অবিরাম।’
মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, বৃন্দাবন দাসদের জনপ্রিয় নাটকের একটি ‘জামাই মেলা’। এক যুগের বেশি সময় আগের সেই নাটকের শুটিং চলার সময় আড্ডার ছবিটি পোস্ট করে আ খ ম হাসান লিখেছেন, ‘ধারাবাহিক “জামাই মেলা” নাটকে শুটিংয়ের সময় খোশগল্পে আমরা।’
৫. অভিনেতা ইমতিয়াজ বর্ষণ বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বাবা হারানোর শোকটা খুব নীরবে বয়ে বেড়ানো সন্তানদের বাবা দিবসের শুভেচ্ছা।’