শৈশবে ঈদ সালামির স্মৃতি রয়েছে অনেকের। শৈশব–কৈশোরে ঈদ সালামি পাওয়ার স্মৃতিচারণা করলেন তারকা অভিনেতা আফরান নিশো। ঈদে মুক্তি পাচ্ছে নিশো অভিনীত সিনেমা ‘দাগি’।
গত বৃহস্পতিবার রাতে ঢাকায় সিনেমার এক সংবাদ সম্মেলনে ঈদ সালামি নিয়ে প্রশ্নের জবাবে নিশো জানান, নানির কাছ থেকে পাওয়া সালামির সঙ্গে আরও কিছু টাকা যোগ করে একটি মোবাইল ফোন কিনেছিলেন তিনি।
আফরান নিশো বলেন, ‘ঈদ এলেই সালামি পেতাম। সেই সময় চকচকে নোট ছাড়া সালামি নিতাম না। আমার মনে পড়ে, নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম। তখন বাটনফোন ছিল।’
ঈদে দরিদ্রদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন এই তারকা অভিনেতা। তাঁর ভাষ্যে, ‘আমরা যাঁরা স্বাভাবিক জীবন যাপন করছি, ঈদটা আসলে তাঁদের নয়। সব সময় মনে হয়, যাঁরা হতদরিদ্র, যাঁদের তিন বেলা খাবার জুটছে না (তাঁদের জন্য), তাঁদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের যে ধর্মীয় অনুশাসন ও সামাজিক অবস্থান আছে, সেই জায়গা থেকে দায়িত্বগুলো পালন করা উচিত।’
ঈদের দিন ঢাকার ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে পছন্দ করেন বলে জানান আফরান নিশো। এবার ঈদে তাঁর বাড়তি আনন্দ যোগ করবে ‘দাগি’। সিনেমাটি নিয়ে নিশো বলেন, ‘আমার ভক্তদের ঈদটা যেন “দাগি”–ময় হয়ে যায়। সিনেমাটা দেখে তাঁদের কোনো একটা বোধ তৈরি হলে আমার মনে হয় ঈদটা সার্থক হবে।’
শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে ‘দাগি’ আসামি নিশান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।