তারকাদের স্মৃতির অ্যালবাম

২০২৬ সালে এসে ২০১৬ সালের স্মৃতিতে ঢুঁ মারছেন তারকারা—বিষয়টি দুনিয়াজুড়ে বেশ চর্চায় রয়েছে। ঢাকার শিল্পীদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণও পছন্দের পুরানো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

দশ বছর নয়, কুড়ি বছর পেছনে ফিরেছেন তিশা। মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ছবিটি ২০০৬ সালে তোলা
ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেছেন মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা
এক হাতে ব্যাগ, আরেক হাতে মুঠোফোন—২০১৬ সালে ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়ে ছবিটি তোলেন মেহজাবীন চৌধুরী
নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তোলা ছবিটিও পোস্ট করেছেন মেহজাবীন। পরে তাঁরা বিয়ে করেন
তাসনিয়া ফারিণকে চেনা যায়? ২০১৬ ঢাকার এক রেস্তোরাঁর ছাদে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেছেন, ‘পুরানো দিনগুলো ভালো ছিল।’
তাসনিয়া ফারিণের ছবিতে এক লাখের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে