Thank you for trying Sticky AMP!!

শাকিব খান ও জেসিয়া ইসলাম। ফেসবুক থেকে

শাকিবের ‘দরদ’–এ জেসিয়া ‘তৃণা’

২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস, এলাহাবাদ থেকে শুটিং শুরু হচ্ছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’-এর। এ ছবিতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়াও বাংলাদেশ ও কলকাতার একঝাঁক শিল্পী কাজ করছেন। এরই মধ্যে সেসব খবর প্রকাশিত হয়েছে। নতুন খবর হলো, এই ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ বিজয়ী জেসিয়া ইসলাম। ছবিতে একজন অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে তাঁকে। বুধবার সকালে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

খবরটি নিশ্চিত করে বুধবার বিকেলে জেসিয়া নিজেই প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহ আগে থেকে চরিত্রটি নিয়ে কথা হচ্ছিল। ছবিতে আমি একজন অতিথি শিল্পী হিসেবে কাজ করব। তবে চরিত্রটির গল্প শুনে আমার কাছে মনে হয়েছে, এই ছবিতে চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। ফলে কাজটি করতে রাজি হয়েছি আমি।’

Also Read: শাকিবের নায়িকা কে এই সোনাল

জেসিয়া আরও বলেন, ‘এই ছবিতে শাকিব খান থেকে শুরু করে বলিউড ও টালিউডের শিল্পীরা কাজ করছেন। তিন ইন্ডাস্ট্রি মিলে ছবিটি তৈরি হচ্ছে। অনেক বড় ক্যানভাসে, বাংলাদেশ–ভারত মিলে ছয়টি ভাষায় তৈরি হবে ছবিটি। সুতরাং একটি বড় রকমের অভিজ্ঞতা হবে। ভারতের শিল্পীদের সঙ্গে কাজের আদান–প্রদান হবে। যেহেতু আমি সিনেমাতে নিয়মিত কাজ করতে চাই। পরবর্তী ছবিগুলোতে কাজে আসবে। তাই সুযোগটি এখানে নিয়েছি আমি।’

জেসিয়া ইসলাম। ছবি: ফেসবুক থেকে

জেসিয়া ইসলামের প্রথম ‘এম আর নাইন’ গত মাসে মুক্তি পায়। এটি হবে তাঁর দ্বিতীয় সিনেমা।

ছবিতে আপনার চরিত্রটি কেমন হবে? শাকিব খানের সঙ্গে ছবিতে আপনার চরিত্রের সম্পর্ক কেমন—জানতে চাইলে এ সুন্দরী বলেন, ‘ছবিতে শাকিব খানের সঙ্গে চরিত্রের সম্পর্ক তো আছেই। তবে এটি কী রকমের তা প্রকাশ করলে ছবির মজা নষ্ট হয়ে যাবে। এখানে একটু রহস্য থাকুক না। আমার প্রথম ছবি “এম আর নাইন”। এটি দ্বিতীয় ছবি হবে। তা–ও আবার অতিথি। নিশ্চয় চরিত্রটি বা ছবিতে কাজের জায়গা ভালো না হলে দ্বিতীয় ছবি হিসেবে এ চরিত্রে কাজ করতাম না।’

ছবির অন্যতম পরিচালক অনন্য মামুন শুটিং শুরুর প্রস্তুতি নিতে ভারতে আছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে জানিয়েছেন, ভারতে ২৫ অক্টোবর থেকে জেসিয়ার অংশের শুটিং শুরু হবে। ১০ দিন হবে তাঁর কাজ।

জেসিয়া ইসলাম। ছবি: ফেসবুক থেকে

যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, কলকাতার এসকে মুভিজ, বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।
বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়—ছয় ভাষায় তৈরি হবে ছবিটি।