ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের যেন পায়ের তলায় শর্ষে। একটু ফুরসত পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। গত ঈদে পরিবার নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে। এবারও স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। এবার কোথায় গেলেন মিম? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত–
বিনোদন ডেস্ক
এবার মিম গিয়েছিন শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দ্বীপদেশটি থেকে পোস্ট করেছিলেন বেশ কয়েকটি ছবি। অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিতে মিমকে দেখা যাচ্ছে সাদা টি-শার্টে। ছবিগুলো পোস্ট করে মিম লিখেছেন, ‘ঢেউ আনন্দ নিয়ে আসে।’ তাঁর পোস্ট করা ছবিগুলো পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। অভিনেত্রীর ফেসবুক থেকে খাওয়াদাওয়া থেকে ঘুরে বেড়ানো—নানান ধরনের ছবি পোস্ট করেছেন মিম। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিজ্ঞাপন
সমুদ্র থেকে মিম গিয়েছেন পাহাড়ে, শ্রীলঙ্কার জনপ্রিয় পর্যটন গন্তব্য এলায়। পাহাড়, জঙ্গল, চা-বাগান আর রেললাইন মিলিয়ে এলা অনেক পর্যটকেরই পছন্দ। অভিনেত্রীর ফেসবুক থেকে এলায় ছবিগুলো পোস্ট করে মিম লিখেছেন, ‘আমি আর তুমি’। এই তুমি যে তাঁর স্বামী সনি পোদ্দার, বলাই বাহুল্য। অভিনেত্রীর ফেসবুক থেকে মিম ও সনি পোদ্দার। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিজ্ঞাপন
অনেক দিন থেকেই মিম অভিনীত নতুন সিনেমা মুক্তি পায়নি। অনেক দর্শক তাঁকে ঈদের ছবিতে মিস করার কথা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে ২০২২ সালে রায়হান রাফীর ‘পরাণ’ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন মিম। ছবিটি মুক্তি পেয়েছিল সে বছর পবিত্র ঈদুল আজহায়। অভিনেত্রীর ফেসবুক থেকে ২০২২ সালে রায়হান রাফীর ‘পরাণ’ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন মিম। ছবিটি মুক্তি পেয়েছিল সে বছর পবিত্র ঈদুল আজহায়। অভিনেত্রীর ফেসবুক থেকে