‘টগর’ সিনেমার পোস্টারে আদর আজাদ ও পূজা চেরী
‘টগর’ সিনেমার পোস্টারে আদর আজাদ ও পূজা চেরী

পূজা–আদরের ‘টগর’ সিনেমা হল থেকে নেমে গেল, কারণ...

দেশের প্রথম সারির তিনটি মাল্টিপ্লেক্সে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘টগর’ ছবি। তিনটি মাল্টিপ্লেক্সে একাধিক প্রদর্শনী ছিল ছবিটির। কিন্তু মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে দেখা যাচ্ছে, তিন মাল্টিপ্লেক্সের কোথাও প্রদর্শিত হচ্ছে না ছবিটি। দর্শক টানতে ব্যর্থ হওয়ায় ছবিটির প্রদর্শনী বন্ধ রেখেছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। এ কারণে পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ঈদের এ ছবি এখন দেশের স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস এবং লায়ন সিনেমাসের কোনো শাখায় প্রদর্শিত হচ্ছে না।

মুক্তির আগে ‘টগর’ ছবির গান ও টিজার দিয়ে প্রচারণায় বেশ সরব ছিলেন পূজা চেরী, আদর আজাদসহ ছবির সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছবিটির পরিচালনায় ছিলেন আলোক হাসান। শুরুতে ‘টগর’ ছবি ১১টি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরিচালক আলোক হাসান জানান, ছবিতে প্রেম আছে, প্রতিশোধ আছে, রাজনীতি আছে; আর আছে সমাজের বুকে জমে থাকা দীর্ঘশ্বাস।

পূজা চেরী ও আদর আজাদ

মাল্টিপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সিনেমার ক্ষেত্রে দর্শকচাহিদার ব্যাপারটি তাঁদের কাছে প্রধান বিবেচ্য বিষয়। ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে যেসব ছবির দর্শকচাহিদা বেশি, সেগুলো তাঁদের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। কোনো ছবির শুরুর দিকে প্রদর্শনীসংখ্যা কম ছিল, কিন্তু চাহিদার কারণে এখন তা বাড়ানো হয়েছে। আবার যেসব ছবির প্রতি দর্শকের আগ্রহ নেই, তা নামিয়ে ফেলতে হয়।

‘টগর’ সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী

চলতি বছরের শুরুতে ‘টগর’ ছবির কাজ শুরু হয়। মুক্তির সময়ই ছবিটি ঈদে মুক্তির সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তির আগে প্রকাশিত হয় ‘টগর’-এর প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে তখন দেখা যায় আদর আজাদ ও পূজা চেরীকে।

ছবিটি প্রসঙ্গে আদর আজাদ বলেছিলেন, ‌‘এই ছবি এখন পর্যন্ত আমার অভিনয়জীবনের সেরা ছবি। দর্শকেরা আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন।’ পূজা চেরী বলেছিলেন, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।’

‘টগর’ এর লুকে আদর ও পূজা

‘টগর’ ছবিতে আদর আজাদ ও পূজা ছাড়া অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।
শুরুর দিকে ছবিটির নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় দীঘিকে। পেশাদারত্বের অভিযোগ এনে ছবিটি থেকে বাদ দেওয়া হয় তাঁকে, নেওয়া হয় পূজাকে। ‘টগর’ ছবিটির প্রযোজনা ও পরিবেশনায় ছিলেন এআর মুভি নেটওয়ার্ক।