ববি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ববি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সমুদ্রকন্যা ববি, রইল ১০টি ছবি

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববির অনেক দিন নতুন ছবি মুক্তি পায়নি। এদিকে অভিনেত্রী আছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করছেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ববি সম্পর্কে কিছু তথ্য:

পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ববি। নিয়মিতই ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন ছবি দিচ্ছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। নিয়মিত সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
দীর্ঘ ক্যারিয়ারের ঢালিউডে সেভাবে নিজের জায়গা পোক্ত করতে পারেননি অভিনেত্রী। এর আগে এ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেছিলেন, ‘এই সময়ে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি। দর্শকদের কাছে কৃতজ্ঞতা, তাঁরা আমাকে ববি বানিয়েছেন, প্রযোজকেরা আমার ওপর আস্থা রাখেন, এটাও প্রাপ্তি। তবে আরও অনেক কিছু ইন্ডাস্ট্রিকে দেওয়ার আছে।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
গত কয়েক বছরে নানা অভিযোগে ববিকে নিয়ে বেশ কয়েকবার বিতর্ক হয়েছে। অভিনেত্রীর ফেসবুক থেকে
সাক্ষাৎকারে নিজের ভুলের কথাও অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। ববির ফেসবুক থেকে
ববি বলেন, ‘দেখুন, হলিউড বা বলিউডের পছন্দের তারকাদের সাক্ষাৎকার পড়লেও কিন্তু তাঁদের অনেক ভুল বিষয় নিয়ে জানতে পারি। আমারও ভুল আছে। ভুল থেকেই পথ এগিয়েছি। ভুল কখনো বাধা হতে পারেনি।’
অভিনয় ছাড়াও ববি আলোচনায় থাকেন ফিটনেস নিয়ে। তাঁর ফেসবুক পেজে অনেক ভক্তই ববির ফিটনেস নিয়ে জানতে চান। অভিনেত্রীর ফেসবুক থেকে
এ প্রসঙ্গে ববি বলেন, ‘ফিটনেস ধরে রাখতে হার্ডওয়ার্ক করতে হয়, আমি নিয়মিত চেষ্টা করি। আর আমি লাকি, মা-বাবার কাছ থেকেও জিনগতভাবে অনেক কিছু পেয়েছি। বাকিটা শাকসবজি খাওয়া, পানি পান করা, সময় নিয়ে জিমসহ আরও অনেক কিছু করতে হয়।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
ববিকে সবশেষ পর্দায় দেখা গেছে, গত বছর ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। অভিনেত্রীর ফেসবুক থেকে
ববি জানান, অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ‘দিওয়ানা’, ‘তছনছ’সহ একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে