‘বরবাদ’ ছবির পোস্টার
‘বরবাদ’ ছবির পোস্টার

শাকিবের ‘বরবাদ’ এবার আইএমডিবির জনপ্রিয় সিনেমার তালিকায়

‘বরবাদ’ মুক্তির ১৭ দিন চলছে। এখনো প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। আবার টিকিটের সংকটের খবরও পাওয়া যাচ্ছে। এর মধ্যে জানা গেল, ঈদে মুক্তি পাওয়া এই ছবি আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) জনপ্রিয় সিনেমার তালিকায় উঠে এসেছে। মেহেদী হাসান পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।

‘বরবাদ’ ছবির ‘মায়াবী’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল

আইএমডিবি সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকা করেছে, ওয়েবসাইটের ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে তৈরি হয়েছে এই তালকিা। সেখানে ৪৪তম স্থানে রয়েছে ছবিটি। আইএমডিবি তালিকাটি ঘেঁটে দেখা গেছে, শুরুতে রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’। সেই তালিকায় আরও আছে ‘স্নো হোয়াইট’, ‘আনোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। এসব ছবির পাশাপাশি জায়গা করে নিয়েছে বাংলাদেশি ছবি ‘বরবাদ’। আইএমডিবিতে ‘বরবাদ’ ছবিটি ৭.৪ রেটিং পেয়েছে। হলিউড, বলিউডের সঙ্গে আইএমডিবি চার্টে বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে বাংলাদেশি সিনেমার জন্য ভীষণ ইতিবাচক সংবাদ হিসেবে দেখছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান।

‘বরবাদ’ ছবির ‘চাঁদ মামা’ গানের দৃশ্যে শাকিব খানের সঙ্গে নুসরাত জাহান

‘বরবাদ’ নির্মাণের আগে মেহেদী হাসান নাটক বানিয়েছেন। নিজের সিনেমা আইএমডিবি টপচার্টে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত এই পরিচালক বলেন, ‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তা–ও জনপ্রিয় সিনেমা বিভাগে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে, বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একই সঙ্গে সবার জন্য গর্বের।’

‘বরবাদ’ ছবির একটি দৃশ্যে শাকিব খান

‘বরবাদ’ ছবিটি দেশের পাশাপাশি এবার দেশের বাইরেও মুক্তি পাচ্ছে। ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে এই ছবি। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার পাশাপাশি ২৬ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। পাশাপাশি এ মাসেই ইতালি, মালয়েশিয়াতেও মুক্তি পাবে শাকিবের ‘বরবাদ’।

‘বরবাদ’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, করভী মিজান, যীশু সেনগুপ্ত।