কানে ‘আলী’র অপেক্ষায় রাজীব, অপেক্ষা লালগালিচার

পরিচালক আদনান আল–রাজীব। ছবি: ফেসবুক
পরিচালক আদনান আল–রাজীব। ছবি: ফেসবুক

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। সেই সিনেমাটি নিয়েই আনুষ্ঠানিকভাবে কানের লালগালিচায় হাঁটার অপেক্ষায় রয়েছেন পরিচালক আদনান আল–রাজীব। এর আগে গত বছর প্রযোজক হিসেবে অংশ নিলেও এবার পরিচালক হিসেবে ভিন্ন অভিজ্ঞতার অপেক্ষায় তিনি।

‘আলী’ সিনেমার পোস্টার। ছবি: ফেসবুক

রাজীব জানালেন, এখন অপেক্ষা শুধুই ‘আলী’ নিয়ে। দর্শক ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব চলচ্চিত্র সমালোচকেরা সিনেমাটিকে কীভাবে নেন, সেটাই এখন ভাবাচ্ছে তাঁকে। রাজীব গণমাধ্যমে বলেন, ‘এখন আমরা অপেক্ষা করছি সিনেমাটির প্রদর্শনীর। এক দিন আগেই জানতে পেরেছি, আমাদের সিনেমাটির দুটি প্রদর্শনী হবে ২৩ মে। সেখানে আমরা টিমের সবাই একসঙ্গে উপস্থিত থাকছি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে।’

‘আলী’ চরিত্রের অভিনেতা আল আমিন। ছবি: ফেসবুক

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘আলী’র টিজার। সেটিও বেশ প্রশংসিত হচ্ছে। কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প। যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। রাজীব বলেন, ‘টিজার প্রকাশের পরে আলী চরিত্র এবং তার মায়ের প্রসঙ্গে অনেকে কথা বলছে। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কি না, সেগুলো নিয়ে অনেকে প্রশ্ন করছে। এগুলো বেশ উপভোগ করছি।’

পায়েল কাপাডিয়ার সঙ্গে রাজীব। ছবি: ফেসবুক থেকে

নিজের সিনেমার প্রিমিয়ারের অপেক্ষায় যেমন রয়েছেন, তেমনি প্রিমিয়ারের আগে সময় কাটাচ্ছেন বিদেশের নানা ভাষা ও সংস্কৃতির সিনেমা দেখে। কখনো বিদেশের প্রযোজক বা পরিচালকদের সঙ্গে জমছে আড্ডা। সম্প্রতি তাঁকে দেখা গেল গত বছর কানের গ্রাঁ প্রি–জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার পরিচালক পায়েল কাপাডিয়ার সঙ্গে। তিনি এবার মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৩ মে থেকে শুরু হওয়া ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শেষ হবে ২৪ মে।