Thank you for trying Sticky AMP!!

স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি জড়িয়ে আছে এই ছবিতে

স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি জড়িয়ে আছে এই ছবিতে

আগামী ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে রায়হান রাফির ‘দামাল’। মুক্তির আগে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হলো ছবিটির। আজ মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির অফিশিয়াল ট্রেলার প্রকাশিত হলো। প্রায় দুই মিনিটের ট্রেলারে সিনেমার প্রেক্ষাপট ধরার ইঙ্গিত আছে। যেখানে দেখা যায়, একদিকে যুদ্ধের সময়কার ভয়াবহতা, অন্যদিকে ফুটবল মাঠে জয়ের মিছিল। স্বাধীনতাযুদ্ধের সঙ্গে ফুটবল মাঠের একটা যোগসূত্র খোঁজার চেষ্টা।
রাফি জানালেন, এরপর পর্যায়ক্রমে ছবির গান ও প্রেক্ষাগৃহের জন্য সাড়ে তিন মিনিটের এটি ট্রেলার প্রকাশিত হবে। বলেন, ‘আজ থেকে আমরা ছবির প্রচার শুরু করে দিলাম। পর্যায়ক্রমে ছবির অন্য বিষয়গুলো মুক্তির আগে প্রকাশ করব আমরা। এবারে ছবির প্রচার নিয়ে অন্য রকমের পরিকল্পনা আছে।’

আগামী ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে রায়হান রাফির ‘দামাল’

রাফি আরও জানালেন, এটি তাঁর একটি ড্রিম প্রজেক্ট। মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর প্রথম কাজ। এ কারণে মুক্তির আগে ছবিটির খবর যাতে সারা দেশে ছড়িয়ে যায়, সে জন্য অন্য রকম প্রচারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তাঁরা। তিনি বলেন, ‘ছবিটির প্রিমিয়ার শো করার ইচ্ছা ঢাকার বাইরে যশোর মণিহার হলে। তা ছাড়া ছবিতে পাঁচটি গান আছে। গানগুলোও গেয়েছেন মমতাজ, কনা, ইমরান, প্রীতম। তাঁদের নিয়ে ঢাকার বাইরে কনসার্ট করার পরিকল্পনা করছি। এসব জনপ্রিয় শিল্পীর আহ্বানে সাড়া দিয়ে দর্শকেরা ছবিটি দেখতে আরও বেশি উৎসাহিত হবেন। ছবিটি মুক্তির আগে একটা হইচই তৈরি করা যাবে।’

নির্মাতা রায়হান রাফি

রাফি বলেন, ‘“দামাল” নিয়ে আরও বেশি আশা করছি। কারণ, এর গল্প বাংলাদেশের জন্মের সঙ্গে যুক্ত। স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি জড়িয়ে আছে এই ছবিতে। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ। যে গল্প দর্শক উপভোগ করবেন। দেখে আবেগপ্রবণ হবেন।’

শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’-এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।