কোথায় গেলেন সাবিলা, সুনেরাহ্‌ আর ফারিণ। কোলাজ
কোথায় গেলেন সাবিলা, সুনেরাহ্‌ আর ফারিণ। কোলাজ

ঈদের তিন নায়িকা কে, কোথায়

সাবিলা নূর, তাসনিয়া ফারিণ আর সুনেরাহ্‌ বিনতে কামাল—গত পবিত্র ঈদুল আজহার তিন সিনেমা ‘তাণ্ডব’, ‘ইনসাফ’ ও ‘উৎসব’-এ দেখা গেছে তাঁদের। তিন অভিনেত্রীর মধ্যে একটি বিষয় কমন, তিনজনই ঘুরতে ভালোবাসেন। ঈদের পর তিনজনই ঘুরতে বেরিয়েছেন দুনিয়ার নানা প্রান্তে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-

ঈদের পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন সাবিলা নূর। গতকাল বোস্টন শহর থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
এসব ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সাদা পোশাকে। তাঁর ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ২০ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
‘তাণ্ডব’ দিয়েই পুরোপুরি বাণ্যিজিক সিনেমায় অভিষেক হয়েছে সাবিলা নূরের। ছবিতে তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। অভিনেত্রীর ফেসবুক থেকে
সিনেমার গান ‘লিচুর বাগানে’বেশ সাড়া ফেলেছিল। অভিনেত্রীর ফেসবুক থেকে
এর আগে পাহাড় থেকে আরও কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। এসব ছবিতেও প্রতিক্রিয়া এসেছে ২৬ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
ঈদের পর সুনামগঞ্জের হাওরে ঘুরতে গিয়েছিলেন সুনেরাহ্‌। এরপর গেছেন কক্সবাজার। সুইমিংপুলে তোলা ছবিটি বেশ সাড়া ফেলেছে। অভিনেত্রীর ফেসবুক থেকে
সমুদ্রসৈকতে বসে নানান ধরনের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কোনোটিতে তাঁকে দেখা যাচ্ছে বই পড়তে, কোনোটিতে নির্ভার হয়ে প্রকৃতি উপভোগ করতে। অভিনেত্রীর ফেসবুক থেকে
সুনেরাহ্‌ মনে করেন টানা কাজের পর ভ্রমণ তাঁকে নতুন করে প্রাণশক্তি জোগায়। ফেরার পর আবার নতুন উদ্যমে কাজ করতে পারেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
পবিত্র ঈদুল ফিতরে ‘দাগি’ ও ঈদুল আজহায় ‘উৎসব’ দুই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সুনেরাহ্‌। অভিনেত্রীর ফেসবুক থেকে
চরিত্রের দৈর্ঘ্য ছোট হলেও স্বল্প সময়ের উপস্থিতি দিয়েও নিজের ছাপ রাখতে পেরেছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
এবারের ঈদে পুরো বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তাসনিয়া ফারিণের। ‘ইনসাফ’ ছবিতে তাঁকে দেখা গেছে পুলিশ কর্মকর্তার চরিত্রে। অভিনেত্রীর ফেসবুক থেকে
ঈদের পর ফারিণ গিয়েছিলেন যুক্তরাজ্য সফরে। সেখান থেকে নিয়মিতই ভক্ত-অনুসারীদের জন্য পোস্ট করেছেন দিনযাপনের ছবি। অভিনেত্রীর ফেসবুক থেকে
এবার ফারিণ গেছেন ইউরোপের আরেক দেশ মন্টিনিগ্রোতে। ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন কবিতা। অভিনেত্রীর ফেসবুক থেকে
ফারিণের নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত–অনুসারীরা। এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ৭৬ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে