Thank you for trying Sticky AMP!!

‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্র আহমেদ রুবেল ও জয়া আহসান

এটা প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক মানুষের সিনেমা, বললেন প্রযোজক

নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ গতকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই মুহূর্তে ছবিটি দেশের ২৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। তালিকায় দেশের সব সিনেপ্লেক্সসহ বড় সব প্রেক্ষাগৃহও রয়েছে। ছবিটি সদ্য প্রয়াত অভিনয়শিল্পী আহমেদ রুবেলের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

সিনেমা মুক্তি পেলেও আনন্দ নয়, বরং বুকভরা বিষাদ নিয়ে শিল্পী, প্রযোজক ও পরিচালক বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছেন। মুক্তির এক দিন আগে ছবিটির বিশেষ প্রদর্শনী শুরুর আগে এই ছবির অন্যতম অভিনয়শিল্পী আহমেদ রুবেল মারা যান। প্রিমিয়ার শোতে আহমেদ রুবেলের মৃত্যুর খবর জেনে কাঁদেন এই ছবির অন্যতম অভিনয়শিল্পী জয়া আহসান।

পরে গণমাধ্যমে তিনি বলেন, ‘রুবেল ভাইকে নিয়ে এভাবে বলতে হবে, সেটি বিশ্বাস হচ্ছে না। পরপর দুটি সিনেমায় আমরা স্ক্রিন শেয়ার করেছি। রুবেল ভাই দর্শকের ভালোবাসায় বেঁচে থাকবেন। আমার মনে হয়, রুবেল ভাই থাকলে নিশ্চয়ই চাইতেন না, আমাদের শো বাতিল হোক। মানুষ তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে। রুবেল ভাইও আমাদের মধ্যে আছেন। শো চলবে।’

‘পেয়ারার সুবাস’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আহমেদ

এর আগে ছবির পরিচালক নুরুল আলম আতিক বলেছিলেন, ছবিটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য। তাই তাঁরা বারণ করছেন বাচ্চাদের নিয়ে সিনেমা হলে আসার। আতিকের ভাষ্য, ‘এখানে মনস্তাত্ত্বিক বিষয় উঠে আসবে। আমার ধারণা, প্রাপ্তবয়স্ক ও সাধারণ দর্শক “পেয়ারার সুবাস” দেখলে খুবই পছন্দ করবেন।’

Also Read: যে কারণে ঢাকা ছেড়েছিলেন আহমেদ রুবেল

ছবি প্রসঙ্গে নুরুল আলম আতিক আরও বলেন, ‘আমরা তেমন গন্ধের ছবি দেখি না। “পেয়ারার সুবাস”-এ গন্ধ হলো ট্রিগার পয়েন্ট। এটা শরীরের গন্ধ। সুগন্ধ হতে পারে আবার দুর্গন্ধ হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে। বিপরীত লিঙ্গের যাদের প্রাণ আছে, তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। “পেয়ারার সুবাস” ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এ কারণে পেয়ারা নামের একটি মেয়ে ও গন্ধের তাড়নার জীবনে সম্পর্কগুলোর অবস্থান দেখানো হয়েছে ছবিতে।’

‘পেয়ারার সুবাস’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আহমেদ

রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে ছবিটির প্রদর্শনী শেষে গতকাল ‘পেয়ারার সুবাস’ ছবিটি নিয়ে কথা বলেন অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একটা জিনিস একটু পরিষ্কার করতে চাই, এটা প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক মানুষের পরিচ্ছন্ন সিনেমা।’ তিনি মনে করিয়ে দেন, অ্যাডাল্ট সিন ও ইন্টিমেট সিনের মধ্যে তফাত আছে। তিনি বলেন, ‘প্রথম দিন দর্শকের যথেষ্ট সাড়া পেয়েছি। দর্শকের প্রতিক্রিয়াও ভালো। সারা বাংলাদেশের ২৭টি সিনেমা হল থেকে ভালো খবর মিলছে।’ তিনি বলেন, ‘এ ধরনের ফিল্ম দর্শকেরা যে পছন্দ করছেন, গতানুগতিক ধারার বাইরে গিয়ে এটা আমাদের জন্য বিশাল পাওয়া। এ সিনেমার প্রতিটা শটে একটা ভাবনা রয়েছে।’

Also Read: আহমেদ রুবেলকে নিঃসঙ্গ করে দেওয়া হয়েছে! অরুণা বিশ্বাসের ক্ষোভ

‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ। ‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটির গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। উৎসবে পুরস্কার না পেলেও ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল সেখানে।

‘পেয়ারার সুবাস’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান

গতকাল ছবিটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স (ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, এস কে এস টাওয়ার, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, বঙ্গবন্ধু মিলিটারি জাদুঘর ও চট্টগ্রামের বালি আর্কিড), বঙ্গবন্ধু শেখ মুজিব হাই–টেক পার্ক রাজশাহী, ব্লকবাস্টার সিনেমাস-যমুনা ফিউচার পার্ক, লায়নস সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্রগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), শ্যামলী সিনেমা (ঢাকা), মম-ইন (বগুড়া), ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসি পার্ক (দিয়াবাড়ি), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গুলশান সিনেপ্লেক্স (নারায়ণগঞ্জ), মধুমিতা সিনেমা (মতিঝিল), সেনা অডিটরিয়াম (সাভার), সুগন্ধা (চট্টগ্রাম), শঙ্খ সিনেমা (খুলনা), শাপলা সিনেমা (রংপুর), ছায়াবাণী সিনেমা (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), মডার্ন সিনেমা (দিনাজপুর), লিবার্টি সিনেমা (খুলনা) ও স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া)।

Also Read: নিজের অভিনয় ও সমসাময়িক চলচ্চিত্র নিয়ে যা বলেছিলেন আহমেদ রুবেল