মা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিলেন তারকারা।
বিনোদন প্রতিবেদক
প্রয়াত মা শেফালি বিশ্বাসের একটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘প্রত্যেকটা সময়ই আমার কাছে মা দিবস। তোমাকে অনেক মিস করি মা।’ ২০২০ সালে শেফালি বিশ্বাস মারা গেছেন
বিজ্ঞাপন
নিজের মা ও শাকিব খানের মায়ের তোলা দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা বুবলী। তিনি লিখেছেন, ‘দুইজন সুন্দর, পরিশ্রমী মা। আল্লাহ তাঁদেরকে সব সময় সুখে রাখুন।’
বিজ্ঞাপন
অভিনেতা শাহেদ শরীফ খান লিখেছেন, ‘মা দিবস উপলক্ষে আমি সকল মাকে জানাতে চাই—আপনারা সবকিছুর উৎস, আপনারা আমাদের শক্তি। আপনারা আমাদের জীবনের সবচেয়ে মধুর অধ্যায়। আপনাদের ভালোবাসা এবং মমতায় দুনিয়া আমাদের সুন্দর হয়।’ মা ও শাশুড়ির ছবি পোস্ট করে অভিনেত্রী মুমতাহিনা টয়া লিখেছেন, ‘শুভ মা দিবস। ফারহানা রিনি ও ফারিয়া চৌধুরী।’তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী মায়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক।’