
চলতি বছরটা দারুণ কাটছে জয়া আহসানের। ঢাকা ও কলকাতা মিলিয়ে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। সিনেমা ছাড়াও সামাজিক যোযাযোগমাধ্যমে সরব অভিনেত্রী। নিয়মিতই পোস্ট করেন দিনযাপনের নানা ধরনের ছবি। গত কয়েক দিন পোস্ট করা নতুন আট ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—