
শুরুতে একসঙ্গে দুই হাতের আঙুল দেখা যায়। পরে স্পষ্ট হয়, সেই আঙুলের মধ্যে একটি কাটা আঙুল। রহস্য ছড়িয়ে এভাবেই প্রকাশ্যে এল তরুণ নির্মাতা মেহেদী হাসানের ‘বালির নগরীতে’ সিনেমার ট্রেলার। সিনেমার ইংরেজি টাইটেল ‘স্যান্ড সিটি’। সম্প্রতি এটি ইউরোপের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরিতে প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে।
সিনেমার ট্রেলারে দেখা যায়, বালু ঘিরেই জমেছে রহস্য। এক তরুণী বালু সংগ্রহ করছে। অদ্ভুত এক তরুণ একটি বস্তা নিয়ে সেই বালুর ওপরে উঠছে। এ ছাড়া রাস্তায় ছড়িয়ে–ছিটিয়ে থাকে অনেক কাচ। ঝলমলে নগরীতে পড়ে থাকা কাচ, বস্তা, গাড়ির লাইট, পার্টি, অদ্ভুত নাচ ট্রেলারের রহস্য বাড়িয়ে তোলে। সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা ও মোস্তফা মন্ওয়ার।
পরিচালক এর আগে জানিয়েছিলেন, মূল গল্প নগরের বালুকে ঘিরে। পাশাপাশি দুই গল্পের একটিতে দেখা যাবে এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা, যে বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করে।
বালু সংগ্রহ করতে গিয়ে এমা একদিন বিচ্ছিন্ন আঙুল খুঁজে পায়। এই রহস্য নাটকীয়ভাবে গল্পে পরিবর্তন নিয়ে আসে। সিনেমায় আরেকটি চরিত্র সামনে আসে। তার নাম হাসান। এই চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার।
এই হাসান বালুর প্ল্যান্টে কাজ করে। সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে বাড়িতেই কাচ তৈরির চেষ্টা করতে থাকে হাসান। তার স্বপ্ন, একদিন সে কাচের ফ্যাক্টরির মালিক হবে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসাত্মক, উদ্ভট পরিকল্পনার দিকে নিয়ে যায়।
চেক প্রজাতন্ত্রের এই উৎসবে প্রথমবার অফিশিয়াল মনোনয়ন পেয়েছে বাংলাদেশের সিনেমাটি। প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় সিনেমাটি প্রতিযোগিতা করবে। আজ বুধবার সিনেমাটি ডাইভারশন ইউটিউব চ্যানেল থেকে উন্মুক্ত করা হয়েছে। সিনেমাটি বিশ্ববাজারের সেলের জন্য কিনে নিয়েছে এই ডাইভারশন।
২০১৬ সালে মেহেদী হাসানের প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম টাইম’ লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোরসে প্রদর্শিত হয়। দুই বছর পর ২০১৮ সালে প্রদর্শিত হয় ‘ডেথ অব আ রিডার’। পরে ২০২০ সালে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রথম কোনো বাংলাদেশি ছবি হিসেবে নির্বাচিত হয় মেহেদীর ‘দ্য বোরিং ফিল্ম’। ১৬ মিনিট দৈর্ঘ্যের ছবিটির ভাবনা, চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনা—সবই মেহেদী হাসানের।