শাকিব খানের নতুন সিনেমার খবরে তাঁর দর্শকেরা যেমন আনন্দিত হন। একইভাবে আনন্দিত হন হল কর্তৃপক্ষও। ধুলা ঝেড়ে নতুন পোস্টারে সেজে ওঠে হলগুলো। ‘বরবাদ’ সিনেমার মুক্তি উপলক্ষে এমনটায় চোখে পড়েছে ঢাকার মধুমিতা সিনেমা হল প্রাঙ্গণে। বরবাদের ছোঁয়ায় যেন প্রাণ পেয়েছে হলটি। বরবাদের টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় আছেন। আশা বরবাদের পরশে বরবাদ হয়ে যাওয়া। বরবাদ কি সত্যিই বরবাদ করতে পারবে?
২০২৪ সালে ‘তুফান’ দিয়ে হল মাতিয়েছিলেন শাকিব খান। সিনেমা হল প্রাঙ্গণে এত হুল্লোড় বহুদিন পর দেখা গিয়েছিল। শুধু তা–ই না, মধুমিতা হলে টিকিট না পাওয়ার ক্ষোভ থেকে ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছিল। ‘তুফান’ দেখে দর্শক আনন্দ পেয়েছিলেন। বলা চলে, তুফান এসেছিল তুফানের মতোই। তুফানের নির্মাণ, গল্প, গান সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল বলেই, এমনটা ঘটেছে বলে দর্শকমত রয়েছে। বিশেষ করে তুফানের গানগুলোর কথা বলতে হবে। ‘লাগে উরাধুরা’ ‘দুষ্টু কোকিল’ গান দুটি সিনেমাটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তাছাড়া শাকিব খানও চমৎকারভাবে ‘তুফান’ চরিত্রটিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। তাঁর কথা বলার ধরন, অঙ্গভঙ্গি থেকে প্রতিটি দৃশ্যায়নে মুহুর্মুহু ‘তুফানি’ জোশ উপভোগ করেন দর্শক। পাশাপাশি অন্য কলাকুশলীরাও প্রাণবন্ত অভিনয় করেছেন।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘দরদ’ নিয়েও দর্শকের অনেক প্রত্যাশা ছিল। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কিন্তু মুক্তির পর আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। খুব বেশিদিন প্রেক্ষাগৃহে চলেনি। দর্শকমত এই যে গল্পের কাহিনি বিন্যাসে অসামঞ্জস্যতা, রোমাঞ্চহীনতা সিনেমাটির সাফল্য প্রাপ্তির অন্তরায়। তবে শাকিব খান নিজের সেরাটা দিয়েছিলেন। দুলু মিয়া চরিত্রটিকে বরাবরের মতোই অভিনয় নৈপুণ্য দিয়ে ফুটিয়ে তুলেছিলেন।
বরবাদের টিজার মুক্তি পায় ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়। ১ মিনিট ৪৪ সেকেন্ড টিজার থেকে সিনেমাটি যে অ্যাকশনে ভরপুর হবে, তা অনুমান করতে কষ্ট হয় না। একইভাবে টিজারে শাকিব খানকে দেখা গেছে বিভিন্ন লুকে। সিনেমায় স্বল্প উপস্থিতিতে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তও চমকে দিয়েছেন। এস কে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত টিজারটির আজ পর্যন্ত ভিউ হয়েছে ৩ দশমিক ৮ মিলিয়ন। ‘বাংলা চলচ্চিত্রের ইতিপূর্বের সব রেকর্ড ভেঙে দেবে মেহেদী হাসান হৃদয়ের বরবাদ।’ মন্তব্যের ঘরে লিখেছেন আলম হোসেন। পশ্চিমবঙ্গের দর্শক জয়দীপ লিখেছেন, ‘এ যেন হলিউডের কোনো টিজার দেখলাম।’
গান সিনেমাকে প্রাণ দেয়। দুই দিন আগে (২৮ মার্চ) বরবাদের আইটেম গান ‘চাঁদ মামা’ মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন প্রীতম হাসান। গানটিতে তাঁর সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা ও সুর করেছেন প্রীতম নিজেই। গানটির দৃশ্যায়নে শাকিব খানের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান। দুজনের রসায়ন জমেছেও বেশ। রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেল ও্ প্রীতম হাসান ইউটিউব চ্যানেলে মোট ভিউ হয়েছে আজ পর্যন্ত ছয় মিলিয়নের বেশি। গানটির সুর, সংগীত আয়োজন ও কথা দর্শককে আকর্ষণ করেছে। আশিক হাসান গানটির মন্তব্যের ঘরে লিখেছেন ‘পুরাই জমাই দিলো দুষ্ট কোকিল ছাড়িয়ে যাবে’। হাসান মুসাব্বির লিখেছেন, ‘এইটা ট্রেন্ডিং কাঁপাবে, জাষ্ট অস্থির’।
টিজার, আইটেম সং বরবাদ নিয়ে আশা জাগাচ্ছে। তাছাড়া সিনেমাটি যে শাকিব খানের। তাই আশা—ভাষা পাওয়ার সম্ভাবনাও রয়েছে শতভাগ। বরবাদ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ। ইতিমধ্যে অনলাইন ঘেঁটে জানা গেছে সিনেপ্লেক্সের টিকিট শেষ হয়ে গেছে। তাই আবারও যে দারুণ কিছু হতে চলেছে, সে আশা রাখায় যায়। না বেশি দেরি নেই, কিছু সময়ের অপেক্ষামাত্র। দর্শক রায় দেবেন, বরবাদ কতটা বরবাদ করতে পারল। শাকিব খান নিজেই নিজেকে কতটা ছাড়িয়ে গেলেন।
শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর।