‘উঁকি মেরেছি, দেখেই মনটা ভরে গেছে’

ভক্তদের সঙ্গে বাঁধন। ছবি: ফেসবুক থেকে
ভক্তদের সঙ্গে বাঁধন। ছবি: ফেসবুক থেকে

ঈদের আগে ও পরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের শিডিউলটাই যেন বদলে গেছে। এখন বেশির ভাগ সময় থাকতে হচ্ছে বাইরে। কথা বলতে হচ্ছে দর্শকদের সঙ্গে, যেতে হচ্ছে টেলিভিশনগুলোয় সাক্ষাৎকার দিতে। ঈদে মুক্তি পাওয়া ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার প্রচারণা ঘিরেই এই ব্যস্ততা।

সিনেমাটি নিয়ে হলে হলে ঘুরে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বাঁধন। ভক্তদের সঙ্গে যেমন দেখা করছেন, তেমনি সিনেমা নিয়ে কথা বলছেন। সিনেমা নিয়ে দর্শকদের এই আগ্রহ তাঁকে মুগ্ধ করেছে। বাঁধন সাংবাদিকদের বলেন, ‘আজ আমি অনেক খুশি। আমি অত্যন্ত খুশি। আজও সিনেমা হলে এসেছি, দেখলাম হাউসফুল। উঁকি মেরেছি, দেখেই মনটা ভরে গেছে। দর্শকেরা যে সিনেমাটি এত পছন্দ করবেন, সেটা ভাবিনি। খুবই ভালো লাগছে।’

আজমেরী হক বাঁধন। ছবি: ফেসবুক

খুনের গল্পের তদন্ত ঘিরেই ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমা। আর এই সিনেমায় খুন হন এশা নামের এক তরুণী। চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি নিয়ে এগিয়ে চলে গল্প। সিনেমাটি খুনের তদন্ত ঘিরেই। এই খুনের ঘটনার তদন্তের দায়িত্ব পড়ে নারী পুলিশ কর্মকর্তার ওপর। সেই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

এই অভিনেত্রী বলেন, ‘ফিমেল লিড ক্যারেক্টারের সিনেমাটি নিয়ে আমাদের অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল। শুটিং থেকে সিনেমাটি নিয়ে ঈদে আসাটাও চ্যালেঞ্জিং ছিল। দর্শক সিনেমাটি দেখছেন, তাঁদের ভালো লাগছে। এটাই আমার ভালো লাগা। এখন আমার পরিশ্রমটা সফল। যাঁদের সঙ্গেই দেখা হচ্ছে, এসে বলছেন, বাঁধন আপু ভালো লাগছে।’

সিনেমার কিছু দৃশ্যের ছবি

ক্যারিয়ারে বিভিন্ন সময় উত্থান–পতন দেখেছেন বাঁধন। কখনো কখনো হতাশ হওয়ার মতো ঘটনা ছিল। সেই দুঃসময়ে তিনি অনেককে পাশে পেয়েছিলেন। প্রচারণায় বিনোদন অঙ্গনের গণমাধ্যমকর্মীদের পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বাঁধন বলেন, ‘ভালো সময়ে মানুষের অভাব হয় না। কিন্তু খারাপ সময়ে মানুষের অভাব হয়। আমি যখন খারাপ সময় পার করছিলাম, তখন আপনারা অনেকেই আমার পাশে ছিলেন। খারাপ সময়ে যাঁরা আমার পাশে থাকেন, তাঁদের আমি মনে রাখি। একইভাবে যাঁরা সিনেমাটির প্রচারণায় সহায়তা করছেন, এটা আমার বাড়তি পাওয়া।’

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার পোস্টার

সিনেমাটি নিয়ে এখন আশাবাদী বাঁধন। তিনি জানান, প্রথম দিনের অভিজ্ঞতা ভালো ছিল না। সেখানে দর্শক কিছুটা কম ছিল। পরে তিন দিন দর্শক বেড়েছে। তাঁরা নিজেরাই সিনেমাটি নিয়ে রিভিউ দিচ্ছেন। তিনি বলেন, ‘আমি নিজ থেকে কাউকে বলছি না রিভিউ দিতেই হবে। যাঁদের দেখে ভালো লাগবে, তাঁরা নিজেরাই রিভিউ দিচ্ছেন। সেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। দর্শকেরা আমার চরিত্র নিয়ে বলছেন, পুলিশের মতোই লেগেছে। একটা ফাইট দৃশ্য আছে, সেটা পছন্দ করেছেন। হাততালি দিয়েছেন। এগুলো আমাকে মুগ্ধ করেছে।’