Thank you for trying Sticky AMP!!

নুসরাত ফারিয়া, সোহানা সাবা ও জাহারা মিতু

নায়িকাদের চোখে নারী কিসে আটকায়

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগরির মধ্যে বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। যে পোস্টে লেখা হয়েছে, ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ুন ফরীদির ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশনের স্মার্টনেসে—কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’ এই ধরনের পোস্টের সঙ্গে অনেক অনেক ধরনের কথা বললেও দেশের চলচ্চিত্রের তিন নায়িকা সোহানা সাবা, নুসরাত ফারিয়া ও জাহারা মিতু তাঁদের মতামত তুলে ধরলেন। জানালেন, নারী কিসে আটকায়।

সোহানা সাবা

সবাই যখন নানা কথা বলছেন, তখন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া তাঁর ফেসবুকে লিখেছেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।’ নুসরাত ফারিয়া অল্প কথায় তাঁর মতামত সেরে নিলেও এ বিষয়ে আরও বিস্তারিত লিখলেন সোহানা সাবা। তিনি লিখেছেন, ‘ছেলে হোক আর মেয়ে, শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করবেন না; খুব ক্ষ্যাত এসব আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান। তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না। আর তারপরও যদি “সে” চলে যায়, তাহলে বুঝে নেবেন, সে কোনো দিন আপনার ছিলই না। তাঁকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ “রাইট পারসন” আপনার জীবনে প্রবেশ করার জন্য “রাইট টাইম” আর “ভ্যাকান্সি”র জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।’

নুসরাত ফারিয়া

এ প্রসঙ্গে বাংলা সিনেমার উদাহরণ টেনে সোহানা সাবা বললেন, ‘আমাদের সিনেমা হলের দর্শকেরা কিসে আটকায়? শাকিব খানে আটকায়, সিনেমার হিট গানে আটকায়, ভালো গল্পে আটকায়, ভালো সিনেমায় আটকায় অথবা “পাবলিসিটি স্টান্ট”-এ আটকায়। আমার অভিনীত সিনেমা “অসম্ভব”-এ তো শাকিব খান নেই। কিন্তু পরিচালক অরুণা বিশ্বাস আছেন, একটা ভালো গল্প আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা—পরিবারের কথা—যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে, অগণিত গুণী শিল্পীর সেরাটা দেওয়ার চেষ্টা আছে। এবার আমি সত্যিই আশাবাদী, দর্শকেরা সিনেমা হলে এলে আটকে পড়বেই পড়বে।’

জাহারা মিতু

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী জাহারা মিতু এখন চলচ্চিত্রে কাজ করছেন। ‘আগুন’ চলচ্চিত্রে শাকিব খানের নায়িকা হওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন মিতু। অভিনয়ের পাশাপাশি ফেসবুকে তাঁর লেখালেখির প্রশংসা করেন অনেকে। এই ঢালিউড তারকাও সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘সৃষ্টির শুরু থেকেই মানুষ স্বাধীনচেতা প্রাণী। সে যখনই আটকে আছে অনুভব করবে, স্বাধীনতা লাভের অদম্য আশা তাকে বিদ্রোহী করে তুলবে। হোক তা পুরুষ কিংবা নারী। তাই কাউকে আটকে রাখার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কে কিসে আটকায় এই চিন্তা বাদ দিয়ে, সবাই যে এই এক প্রশ্নে আটকে আছে, তা ভাবা জরুরি। তাই চলুন সব বাদ দিয়ে “জয় বাংলা স্লোগান পড়ি, আটকা-আটকিমুক্ত সমাজ গড়ি”।’