খানিকটা অগোছালো, তবে ঝলমলে...

কেউ ঘুরতে গেছেন, কেউ উৎসবে শামিল হয়েছেন—ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন পূর্ণিমা, কনা, ভাবনা, সুনেরাহ্ বিনতে কামাল, পূজা চেরীনাজনীন নীহা

পূর্ণিমার ছবিটিতে ১১ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। প্রায় ২০০ মন্তব্য এসেছে
ভালোবাসা ইমোজি দিয়ে ছবিটি পোস্ট করেছেন সংগীতশিল্পী কনা
ঘোরাঘুরির ছবিটি পোস্ট করেছেন ভাবনা
ছবিটি পোস্ট করে সুনেরাহ্ বিনতে কামাল লিখেছেন, ‘এত বেশি ঝড় পেরিয়ে এসেছি যে এখন বৃষ্টির ফোঁটা আর বিরক্ত করে না।’
ছবিটি পোস্ট করে পূজা চেরী লিখেছেন, ‘বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, মনোযোগ ধরে রাখো, আর ভালো মানুষদের সঙ্গে নিজেকে ঘিরে রাখো।’
ছবিটি পোস্ট করে নাজনীন নীহা লিখেছেন, ‘খানিকটা অগোছালো, তবে ঝলমলে ভরপুর।’