নুসরাত ফারিয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে
নুসরাত ফারিয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে

এক মাস পর ফারিয়া...

গত মাসে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া কার্যত নিষ্ক্রিয় ছিলেন। আজ সকালে ফেসবুক বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ফারিয়া সম্পর্কে কিছু তথ্য—

আজ সকালে কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘১ মাস পর...।’ ফারিয়ার ফেসবুক থেকে কে
ছবিগুলোতে ফারিয়াকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। দুটি ছবিতে তাঁকে দেখা গেছে মাইক্রোফোনের সামনে। ছবিগুলো কোথায় কীভাবে তোলা, সে বিষয়ে বিশদে জানাননি অভিনেত্রী। ফারিয়ার ফেসবুক থেকে
তাঁর ছবিগুলো পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। ১ ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ৯ হাজারের বেশি। অনেক ভক্তই তাঁকে শুভকামনা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
এর আগে কারাগার থেকে মুক্তির পর এক পোস্টে কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের উদ্দেশে স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়িকা। এর পর থেকে ফারিয়ার আর কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে আরেকটি পোস্টে এ চিত্রনায়িকা জানিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ, চিকিৎসার অংশ হিসেবেই সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
ফারিয়াকে সবশেষ পর্দায় দেখা গেছে গত ঈদের মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমায়। অভিনেত্রীর ফেসবুক থেকে