তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর ফেসবুক থেকে
তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর ফেসবুক থেকে

ভক্তের যে মন্তব্যে ভালোবাসার ইমোজি দিলেন ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ গতকাল রাতে শ্রীলঙ্কার কিছু ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলোর নিচে মন্তব্য করেছেন অনেক ভক্ত–অনুসারী। কিন্তু এক ভক্তের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ফারিণ সম্পর্কে কিছু তথ্য—

গতকাল রাতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফারিণ। এসব ছবিতে তাঁকে দেখা গেছে সমুদ্রের পাড়ে। এ ছবিতে প্রতিক্রিয়া এসেছে ১৪ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
মন্তব্যের ঘরে অনেকেই মন্তব্য করেছেন। অনেকে অভিনেত্রীকে শুভকামানা জানিয়েছেন। তবে সোলায়মান নামে এক ভক্ত লিখেছেন, ‘অনেক ছবি দেখি, কিন্তু কিছু ছবি থাকে যেগুলো দেখার পর কিছুক্ষণ চুপ থাকতে হয়। এই ছবিটা ঠিক তেমনই।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
ফারিণ এই মন্তব্যের প্রক্রিয়াও জানিয়েছেন, সোলায়মানের মন্তব্যে তিনি জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। অভিনেত্রীর ফেসবুক থেকে
ক্যারিয়ারে প্রথমবারের মতো শাকিব খানের সিনেমায় অভিনয় করছেন ফারিণ। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবিতে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
ছবিটির শুটিং এখন চলছে শ্রীলঙ্কায়। এ ছবির শুটিংয়ে যোগ দিতেই দ্বীপ দেশটিতে গিয়েছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
ছবিটি মুক্তি পাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে। অভিনেত্রীর ফেসবকু থেকে