৯০ দশকের কোন অভিনেতা নাবিলার সবচেয়ে পছন্দের

অভিনেত্রী নাবিলা। ছবি: ফেসবুক
অভিনেত্রী নাবিলা। ছবি: ফেসবুক

ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমা নিয়ে ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলীদের আগ্রহ বেড়েই চলেছে। এবার সিনেমাটির প্রশংসা করলেন ‘আয়নাবাজি’ অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি মনে করেন, বর্তমান সময়ে পরিবার নিয়ে দেখার জন্য ভালো মানের একটি সিনেমা ‘উৎসব’। এই অভিনেত্রী সিনেমাটি দেখে ফিরেছেন অতীতে। প্রশংসা করেছেন কলাকুশলীদের।

জাহিদ হাসানের সঙ্গে অভিনেত্রী নাবিলা। ছবি: ফেসবুক

নাবিলা সিনেমাটি দেখে জাহিদ হাসানের প্রশংসায় লিখেছেন, ‘আমাকে যখনই ছোটবেলায় জিজ্ঞেস করা হতো আমার প্রিয় অভিনেতা কে? আমি এককথায় বলতাম, জাহিদ হাসান। তাঁর নাটক দেখে কত যে গড়াগড়ি করে হেসেছি! আমি ছোটবেলা থেকেই মন ভালো করে দেওয়া গল্প দেখতে পছন্দ করতাম। সে কারণেই বোধ হয় জাহিদ হাসান আমার সবচেয়ে পছন্দের অভিনেতা ছিলেন।’

অভিনেত্রী নাবিলা। ছবি: ফেসবুক

সেই অভিনেতাই ছিলেন ‘উৎসব’ সিনেমার মূল আকর্ষণ। দীর্ঘদিন পরে জাহিদ হাসানকে ভিন্ন চরিত্রে পেয়ে দর্শকদের মতোই আপ্লুত এই অভিনেত্রী। নাবিলা লিখেছেন, ‘চেনা সেই জাহিদ হাসানকে এত বছর পর এবার “উৎসব” সিনেমায় দেখে ঠিক একই রকম মন ভালো হয়ে গেল। হয়তো একটু বেশি মন ভালো হয়েছে।’

অভিনেত্রী নাবিলা। ছবি: ফেসবুক

সম্প্রতি সময়ে নানা রকম অস্থিরতার মাঝে সিনেমাটি যেন একটু হলেও মনে প্রশান্তির রেখা ফেলে। কারণ এই সিনেমায় ৯০ দশক ও পরবর্তী সময়ের গল্প তুলে ধরা হয়েছে। নাবিলা লিখেছেন, ‘এত এত মন খারাপের খবরের ভিড়ের কারণে সিনেমা দেখে মনটা একটু বেশিই ভালো। এত এত অস্থিরতার মাঝে সিনেমাটি যেন একটু প্রশান্তির হওয়া। এটি একটা মন ভালো করে দেওয়া গল্প।’

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ্ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।