‘উড়াল’ সিনেমার দৃশ্যে
‘উড়াল’ সিনেমার দৃশ্যে

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে আজ মুক্তি পাচ্ছে ‘উড়াল’। একঝাঁক তরুণকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন আরেক তরুণ জোবায়দুর রহমান।

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

২০২২ সালের মাঝামাঝি সময়ে ছবির কাজ শুরু করেন জোবায়দুর রহমান। আর ২০২৩ সালের ১ আগস্ট শুরু হয় শুটিং। দুই বছর পর একই দিনে আজ ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে ছবিটি মুক্তি পাবে। শুরুতে মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়ার কারণ হিসেবে নির্মাতার ভাষ্য, ‘শুরুতে আমরা প্রজেকশন ও সাউন্ডে দর্শকদের গুড এক্সপেরিয়েন্স (ভালো অভিজ্ঞতা) দিতে চাইছি। সেই ভাবনা থেকে শুরুতে মাল্টিপ্লেক্সে মুক্তি দিচ্ছি। দর্শকের আগ্রহ তৈরি হলে নিশ্চয়ই পর্যায়ক্রমে সিঙ্গেল স্ক্রিনেও (একক হল) মুক্তি পাবে।’

বন্ধুত্বের গল্পে নির্মিত হয়েছে উড়াল। তরুণদের বন্ধুত্ব, দুরন্তপনা, প্রেম, বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতা-অবিচার এবং বিচারহীনতার বিরুদ্ধে সংগ্রামকে কেন্দ্র করে ছবিটি আবর্তিত হবে। ছবিটি বন্ধু দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিয়ে নির্মাতা জোবায়দুর বলেন, ‘বন্ধুদের কেন্দ্র রেখে দেশে খুব একটা ছবি হয় না। একঝাঁক তরুণকে নিয়ে ছবিটি নির্মিত হয়েছে, মনেপ্রাণে যাঁরা উড়তে চান। বন্ধু দিবসকে উদ্‌যাপন করার জন্য এর চেয়ে আর ভালো মুহূর্ত হতে পারে না।’

চলচ্চিত্রে মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলীসহ অনেকে অভিনয় করেছেন। বেশির ভাগ শিল্পীই তরুণ, এটিই তাঁদের প্রথম সিনেমা। তরুণদের নিয়ে কাজ করার কারণ জানতে চাইলে নির্মাতা জোবায়দুর রহমান বলেন, ‘গল্প ও চরিত্রের প্রয়োজনে নতুন মুখ নেওয়ার তাগিদ অনুভব করেছি। আর স্টার কাস্ট করলে তাঁকে আমরা ডিল করতে পারব কি না, সেটাও মাথায় ছিল।’

ছবির মূল চরিত্র মতি করেছেন মাহাফুজ মুন্না। প্রধান চরিত্রে এটিই তাঁর প্রথম সিনেমা। একাত্তরের ক্ষুদিরাম চলচ্চিত্রে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা গেছে। তাকদীর, কাইজার ও ভাইরাস ওয়েব সিরিজে কাজ করেছেন। রঞ্জু চরিত্রে অভিনয় করেছেন সোহেল তৌফিক। তিনি বলেন, ‘প্রথম সিনেমা হিসেবে সবটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। কখনো মনে হয়নি অভিনয় করছি; মনে হয়েছে, চরিত্র হয়ে পারফর্ম করছি।’ এর আগে কারাগার, মায়াশালিক, মাশরাফি জুনিয়র-এ কাজ করেছেন সোহেল তৌফিক।

কুমকুম চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের মেয়ে কাব্যকথা। চলচ্চিত্রে তাঁর মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন, সেই করবী দাশ বাস্তবেও কাব্যকথার মা। তিনি বলেন, ‘মাকে কুমকুমের মা হিসেবে দেখে অবাক হয়েছি। একসঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’ কাব্যকথা চট্টগ্রামের ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিকে অভিনয় শিখেছেন, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুনমুন আহমেদের কাছে শিখেছেন নাচ।

নির্মাতা জোবায়দুর রহমান বলেন, ‘নির্মাণপ্রক্রিয়ার জায়গা থেকে আমাদের সততার কোনো অভাব ছিল না, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। আশা করি, ছবিটিা দেখে দর্শকেরা মনঃক্ষুণ্ন হবেন না।’

উড়াল-এর চিত্রগ্রহণ করছেন ইবাদ আলীম, শিল্পনির্দেশনা দিয়েছেন রাফি আল আমিন। সম্পাদনা করেছেন আশিকুর রহমান। সংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি। যাত্রাপার্টির ব্যানারে উড়াল পরিবেশনা করছে অভি কথাচিত্র।