নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য মণিপুরি চলচ্চিত্র ‘তিরাস’। কমলগঞ্জের মণিপুরি গ্রাম ঘোড়ামারায় সম্প্রতি ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির ভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরি, থাকবে ইংরেজি সাবটাইটেল। নির্মাতা শুভাশিস সিনহা জানিয়েছেন, গরুর দুধ বেচে সংসার চালান, এমন এক মণিপুরি নারীর জীবনের ট্র্যাজিক গল্প নিয়ে লেখা তাঁর চিত্রনাট্য থেকে সিনেমাটি নির্মিত হয়েছে।
চলচ্চিত্রটির মূল ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা ও শিশুশিল্পী অথৈ। এ ছাড়া আছেন বিধান, সমরজিৎ, স্বর্ণালী ও শ্যামলী। নির্বাহী প্রযোজক উত্তম কুমার সিংহ ও সাজেদুল ইসলাম। চিত্রগ্রহণ আবিদ মল্লিক। সংগীত পরিচালনা করেছেন শর্মিলা সিনহা। শিল্প নির্দেশক সজলকান্তি সিংহ।
মণিপুরি থিয়েটারের অডিও-ভিজ্যুয়াল প্ল্যাটফর্ম ‘তাহারা’ থেকে নির্মিত ছবিটি আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার করার ইচ্ছা আছে বলে জানালেন নির্মাতা। তিনি জানান, প্রান্তিক পর্যায়ে নাট্য আন্দোলনের পাশাপাশি চলচ্চিত্রের স্বাধীন ও নিজস্ব ধারা তৈরির প্রয়াসে এর আগেও তাহারা থেকে নির্মিত হয়েছে চারটি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আলো আমার আলো’, ‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’, ‘তেই ও ‘ইনাফি’।
শুভাশিস সিনহা জানালেন, ‘তিরাস অর্থ তৃষ্ণা। এ চলচ্চিত্রে এক হতদরিদ্র মা আর তাঁর ছেলের সম্পর্ককে মণিপুরি ঐতিহ্যের পৌরাণিক গল্পের আদলে দেখার চেষ্টা করেছি। মানবিক আবেদনপূর্ণ গল্পটি সবাইকে স্পর্শ করবে বলে আশা রাখি।’