ববি। অভিনেত্রীর ফেসবুক থেকে
ববি। অভিনেত্রীর ফেসবুক থেকে

ববি কোথায়

গত বছরের ঈদে রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমায় সবশেষ বড় পর্দায় দেখা গেছে ঢাকাই ছবির অভিনেত্রী ববিকে। এর পর থেকেই তাঁর নতুন সিনেমা মুক্তি পায়নি। ববি এখন কোথায়? কী করছেন? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ববি, নিয়মিতই ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন ছবিতে দিচ্ছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
জানা গেছে, পরিবারেরর সঙ্গে সময় কাটাতে তিনি এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। অভিনেত্রীর ফেসবুক থেকে
সিডনি থেকে নিয়মিতই ছবি দিচ্ছেন অভিনেত্রী, দিন কয়েক আগে সাদা পোশাকে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
ববি জানান, অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ‘দিওয়ানা’, ‘তছনছ’সহ একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
ববি জানান, অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ ও কে এ নিলয়ের ‘বউ’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর। অভিনেত্রীর ফেসবুক থেকে
সিনেমা দুটি এবারের ঈদে মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায়। অভিনেত্রীর ফেসবুক থেকে
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ববি জানান, তিনি এখন বেছে কাজ করার চেষ্টা করছেন। এ জন্যই আগের চেয়ে কাজের সংখ্যা কম। অভিনেত্রীর ফেসবুক থেকে