প্রকৃতির সান্নিধ্যে তিশা, রইল ৫ ছবি

প্রকৃতির সান্নিধ্য তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বৃহস্পতিবার রাতে ছবিগুলো পোস্ট করে তিশা লিখেছেন, ‘যেখানে তুমি মুক্তভাবে নিশ্বাস নিতে পারো, সেখানেই যাও।’
ফেসবুক থেকে
আধা ঘণ্টার ব্যবধানে এসব ছবিতে সাড়ে তিন হাজারের বেশি রিঅ্যাক্ট ও তিন শর বেশি মন্তব্য জমা পড়েছে
কেউ লিখেছেন, ‘সুন্দর লাগতেছে।’ আবার কেউ লিখেছেন, ‘আপনি আমার অনেক পছন্দের অভিনেত্রী।’
নতুন কোনো নাটকে দেখা না গেলেও তিশাকে সর্বশেষ বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনায় দেখা গেছে। এবারের ‘আনন্দমেলা’য় তিশার উপস্থাপনা প্রশংসিত হয়েছে
দুই দশকের বেশি সময় ধরে পেশাদার অভিনয়ের সঙ্গে যুক্ত তিশা। তাঁর সমসাময়িক সবাই অভিনয় চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নতুন প্রজন্মের একদল অভিনয়শিল্পী এখন নিয়মিত কাজ করছেন। নিজের নাটক বা টেলিছবি না থাকলেও অন্য সহকর্মীদের কাজগুলো সময় পেলে দেখেন তিশা