‘এটা তোমার কাজ নয়’, দেবাশীষ বিশ্বাসকে কেন বললেন মিশা সওদাগর

দেবাশীষ ও মিশা সওদাগর। ছবি: কোলাজ
দেবাশীষ ও মিশা সওদাগর। ছবি: কোলাজ


সাম্প্রতিক সময়ে উপস্থাপনা ঘিরে বিভিন্ন সময়ই বিতর্ক দেখা যায়। কেউ কেউ বলছেন, এর মূল কারণ থাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা। এই নিয়েই সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে নিজের দায়বদ্ধতার জায়গা তুলে ধরেছেন পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বা অবান্তর প্রশ্ন করেন, এমন উপস্থাপকদের প্রসঙ্গে কথা বলেছেন। দেবাশীষের এই স্ট্যাটাসে খল অভিনেতা মিশা সওদাগর মন্তব্য করেছেন, ‘এটা তোমার কাজ নয়।’

উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস

দেবাশীষ লিখেছেন, উপস্থাপক জীবন শুরু হয় ২০০০ সালে। সেই হিসাবে ২৫ বছর কাটিয়ে দিয়েছেন উপস্থাপনায়। ক্যারিয়ারের এই রজতজয়ন্তী নিয়ে তিনি লিখেছেন, ‘জীবনের ২৫টা বছর এই শিল্পকে দিয়েছি! প্রাপ্তিযোগও অনেক। উপস্থাপনা করে তারকাও হয়েছি, যা এখানে বিরল। এখনো সমানতালে দেশে–বিদেশে বিভিন্ন মাধ্যমে উপস্থাপনা করে যাচ্ছি।’

খল অভিনেতা মিশা সওদাগর

দীর্ঘ এই সময় উপস্থাপনাকে যে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করা হতো সেখানে এখন অনেকটা গৎবাঁধা ছকে হাঁটছে সবাই। তিনি লিখেছেন, ‘জোর গলায় বলতে পারি, আমরা হাতে গোনা দু–একজন রয়েছি, যারা এই শিল্পে গৎবাঁধা স্টাইলের বাইরে গিয়ে আধুনিকতার ছোঁয়া এনেছি। তবে এটা আনতে বা করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত কোনো অতিথিকে নিয়ে অসৌজন্যমূলক কোনো আচরণ কিংবা আলু, পটোল, বেগুন, শসা, ঝিঙে, কলা বা মুলার অবান্তর প্রশ্নের আশ্রয় নিতে হয়নি।’

দেবাশীষের এই স্ট্যাটাসে খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘তুমি মহাসমুদ্র থেকে তৈরি, সাগর। তুমি নদী–নালা খাল–বিল নিয়ে ভাবছ কেন। এটা ভাবার অনেক লোক আছে। এটা তোমার কাজ নয়। তুমি মনে রেখো, মহাসাগর থেকে তোমার সৃষ্টি। তোমার বাবার নাম দিলীপ বিশ্বাস। তুমি ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারবে না, করতে পারবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।’