
দেশের বেশ কয়েকজন জনপ্রিয় শোবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জানা গেছে, সময়মতো কর পরিশোধ না করায় এসব তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কর পরিশোধ হলেই তাঁদের ব্যাংক হিসাব স্বাভাবিক অবস্থায় ফিরবে।
যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকটি গণমাধ্যম ও প্রথম আলোর ভিডিও বিভাগের করা প্রতিবেদনে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাম ভুলক্রমে উঠে আসে। যা নিয়ে বিব্রত অভিনেত্রী।
প্রকৃতপক্ষে উপ–কর কমিশনারের কার্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আছে নুসরাত ইয়াসমিন তিশার নাম। প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাঁর বাসার ঠিকানার সঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ঠিকানার কোনো মিল নেই। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।