অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন। জানান, তাঁর দিন যাপনের খবর। এবার পোস্ট করেছেন সুইমিংপুলে তোলা কিছু ছবি। ভাবনা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—
বিনোদন ডেস্ক
গতকাল বৃহস্পতিবার রাতে ছবিগুলো পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আকাশের ভারী মেঘ যেমন হালকা হয় একটু বৃষ্টি হলে, তেমনি ভারাক্রান্ত মনও হালকা হয় অল্পকিছু অশ্রু ঝরালে।’ অভিনেত্রীর ফেসবুক থেকে তাঁর এই নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিজ্ঞাপন
এখন পর্যন্ত ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে প্রায় পাঁচ হাজার। অনেক ভক্তই তাঁর লুকের প্রশংসা করেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
বিজ্ঞাপন
ছবিতে নানা ভঙ্গিতে ভাবনাকে দেখা যাচ্ছে সুইমিংপুলে। অভিনেত্রীর ফেসবুক থেকেছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। ভাবনার ফেসবুক থেকে