Thank you for trying Sticky AMP!!

কলি ভাইকে সঙ্গে নিয়ে সেই সোনালি অতীত ফেরাতে চাই: নিপুণ

সংবাদ সম্মেলনে মাহমুদ কলি ও নিপুণ

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের প্যানেলে চমক আছে। গতকাল রোববার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলন করে সভাপতি পদে একসময়ের নায়ক মাহমুদ কলির নাম ঘোষণা করা হয়।
নিপুণ বলেন, ‘অনেকের ধারণার বাইরে ছিল যে মাহমুদ কলি সাহেব সভাপতি পদে আসবেন। আমি এ জায়গাটায় অভিজ্ঞ মানুষকে চেয়েছি। যাঁরা এর আগে শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন, তাঁরাই আসুক এখানে। সেই দিক থেকে মাহমুদ কলি ভাই খুবই অভিজ্ঞ। এর আগে দুবার সভাপতি, দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর জন্য এ জায়গাটা থেকে কাজ করা অনেক সহজ হবে। আমরা শিল্পীরা তাঁকে পেয়ে আনন্দিত।’ এই অভিনেত্রীর ভাষ্য, সবাই এখন সিনেমার সোনালি অতীতের কথা বলেন। আমরা মাহমুদ কলি ভাইকে সঙ্গে নিয়ে সেই সোনালি অতীত ফেরাতে চাই।’

Also Read: শিল্পী সমিতি তো আছেই; তারপরও তুমি বিয়ে করো: জায়েদ খানের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন

সভাপতি প্রার্থী মাহমুদ কলি বলেন, ‘আমি একটা সময় সবাইকে সঙ্গে নিয়ে এখানে কাজ করেছি। আমি এখন আর সিনেমা করব না, এখানে শুধুই শিল্পীদের জন্যই কাজ করতে আসা। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমাকে নির্বাচিত করুন, শিল্পীদের জন্য, সিনেমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’

Also Read: অবশেষে নিপুণের হাত ধরলেন কলি

এফডিসির ক্যান্টিনের সামনে মিশা সওদাগর

এদিকে যখন সমিতির কার্যালয়ে কলি-নিপুণের সংবাদ সম্মেলন চলছিল, তখন এফডিসির ক্যান্টিনের সামনে মিশা-ডিপজল প্যানেলের ইফতার–পরবর্তী অনুষ্ঠান চলছিল। সেখান থেকে মিশা সওদাগর নিপুণকে উদ্দেশ করে বলেন, ‘কমিটির মেয়াদ শেষ অথচ তারা সমিতির কার্যালয়কে মিটিং ঘর বানিয়েছে। এটি ঠিক না; কারণ, এই কমিটির এখন মেয়াদ নেই, তারা কার্যালয়কে ব্যবহার করতে পারে না। এটা অন্যায়।’

Also Read: সুচরিতা আপা কী বলছেন, কিছুই বুঝতে পারছি না: নিপুণ

এ ব্যাপারে নিপুণের কাছে জানতে চাওয়া হলে অস্বীকার করেন বিষয়টি। তিনি বলেন, ‘আমরা এখানে মিটিং করছি না। আমরা সংবাদ সম্মেলন করেছি। এটি সমিতির সদস্য হিসেবে যে কেউই করতে পারেন।’