যেন একরাশ তাজা হাওয়া...

তাঁর ফেসবুক যেন ট্রাভেল লগ। তাঁর ফেসবুকে ঢুঁ মারলেই মোটামুটি ঘোরাঘুরির স্বাদ পাওয়া যায়। কখনো যুক্তরাজ্য, কখনো স্কটল্যান্ড। হচ্ছিল তাসনিয়া ফারিণের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই অভিনেত্রীর প্রথম ছবি ‘আরও এক পৃথিবী’ মুক্তি পাবে আগামী ডিসেম্বরে। কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের ছবিটির ট্রেলার মুক্তির পর প্রশংসিত হচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ফারিণের হালহকিকত—

স্কটল্যান্ডের এডিনবরা ক্যাসল সারা দুনিয়ার ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের গন্তব্য। কোভিডের আগে ২০ লাখের বেশি পর্যটক প্রতিবছর ঘুরে গেছেন দুর্গটিতে। তাসনিয়া ফারিণও হাজির হয়েছিলেন এডিনবরা ক্যাসলে
ছবি : ফেসবুক
এডিনবরা ক্যাসলে ফারিণের ছবিগুলো ভক্তরা খুবই পছন্দ করেছেন। প্রতিক্রিয়া দিয়েছেন ৩৮ হাজারের বেশি দর্শক
এডিনবরা ক্যাসলে ফারিণের ছবি দেখে অনেক ভারতীয় ভক্ত আবার তাঁকে রাজস্থান ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন
৯ নভেম্বর মুক্তি পেয়েছে ফারিণের প্রথম ছবি ‘আরও এক পৃথিবী’র ট্রেলার। যেখানে ফারিণের উপস্থিতি সাড়া ফেলেছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অনেক দর্শকই ফারিণের প্রশংসায় পঞ্চমুখ
‘আরও এক পৃথিবী’র এই স্থিরচিত্রে ফারিণকে দেখা গেছে কনে সাজে। তাঁর এই লুকও বেশ পছন্দ করেছেন ভক্তরা। একজন লিখছেন, ‘তিনি সু–অভিনেত্রী, যাঁর হাসিতে সমগ্র জগৎ হাসে।’ আরেকজন লিখেছেন, ‘হাসির রানি।’
. এডিনবরা চিড়িয়াখানাতেও ঘুরতে গিয়েছিলেন ফারিণ
৮২ একর জায়গা নিয়ে চিড়িয়াখানাটি এডিনবরার অন্যতম দ্রষ্টব্য
চিড়িয়াখানাটিতে ১৭১ প্রজাতির প্রাণী আছে
ট্রেলার মুক্তির পর ‘আরও এক পৃথিবী’র প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা। পশ্চিমবঙ্গের অনেক দর্শক বলেছেন, ট্রেলারে ফারিণের ভূমিকা যেন একরাশ তাজা হাওয়া
‘আরও এক পৃথবী’র বড় অংশের শুটিং হয়েছে লন্ডনে
প্রথম ছবি মুক্তির আগেই আরেকটি ছবিতে যুক্ত হয়েছেন ফারিণ। বাংলাদেশি সিনেমাটিতে তাঁর সহশিল্পী গায়ক পান্থ কানাই