
রাজপ্রাসাদে শাহজাদা শমসেরের সঙ্গে বেড়ে ওঠেন বাঁদি দিলনওয়াজ। তারুণ্যে দুজনের মধ্যে প্রেমের অনুভূতি তৈরি হয়। তবে মুখ ফুটে কেউ সেটাকে প্রকাশ করতে পারেন না। দিলনাওয়াজ ভেবেছিলেন, বাঁদি হয়ে শাহজাদাকে কীভাবে প্রেমের কথা বলবেন? শেষ পর্যন্ত দুজনের প্রেম পরিণতি পায়নি। শত বছর আগে ‘দিলনাওয়াজ’ নামের এই ভালোবাসার গল্পটি লিখেছিলেন উর্দুভাষার লেখিকা রাহাত আরা বেগম।
গল্পটি নৃত্যনাট্য হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। নৃত্যনাট্যটিকে এবার ঢাকার মঞ্চে নিয়ে আসছে সাধনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বিকেল সাড়ে পাঁচটায় নৃত্যনাট্যটি মঞ্চস্থ হবে।
‘দিলনাওয়াজ’–এ নাম ভূমিকায় নৃত্যাভিনয় করবেন মুবাশশীরা কামাল। দিলনাওয়াজ চরিত্রে নৃত্যাভিনয় প্রসঙ্গে মুবাশশীরা গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটা অনেক বড় দায়িত্ব। আমি মূলত ভরতনাট্যম শিল্পী, তবে দিলনাওয়াজ-এ কত্থক ও সুফি নৃত্য করতে হয়েছে।’
শাহজাদা শমসেরের ভূমিকায় নৃত্যাভিনয় করেছেন আবু নাঈম ও রাজবধূর ভূমিকায় উম্মে হাবিবা। তাঁরা ছাড়াও এ নৃত্যনাট্যে অংশ নেবেন ঢাকার একঝাঁক নৃত্যশিল্পী।
নৃত্যশিল্পী আবু নাঈম বলেন, ‘এত বড় একজন লেখক, এত বছর আগে এ রকম হৃদয়ছোঁয়া একটা গল্প লিখেছেন, ভাবা যায় না। তরুণ প্রজন্মের কাছে নৃত্যের আবহে গল্পটা তুলে ধরতে পারছি, এটা আমাদের জন্য আনন্দের।’
‘দিলনাওয়াজ’–এর নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমেদ খান, সংগীত পরিচালনা করেছেন রাতুলশংকর ঘোষ, শিল্পনির্দেশনা দিয়েছেন লুবনা মারিয়াম। বনানীর যাত্রাবিরতি ও প্রদর্শনীর আগে শিল্পকলা একাডেমিতে পাওয়া যাবে টিকিট।