থাইল্যান্ডে ফুরফুরে মেজাজে তটিনী

ছুটির আমেজে থাইল্যান্ডে ঘুরতে গেছেন তরুণ অভিনেত্রী তটিনী; দেশটির অং থং ন্যাশনাল পার্কে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

তটিনীকে ঈদুল আজহায় বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। ঈদের পর অখণ্ড অবসরে ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
কাজের মাঝখানে ফুরসত পেলেই ঘুরতে বের হন তটিনী
এবার উড়াল দিলেন থাইল্যান্ডে
লাল রঙের পোশাকের মঙ্গে রোদচশমায় স্টাইলিশ লুকে নজর কেড়েছেন এই অভিনেত্রী
তিন দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে ৮৬ হাজার রিঅ্যাক্ট পড়েছে। অনেকে তাঁর লুকের প্রশংসাও করেছেন