শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ
শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ

শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনের নতুন নাম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি মিলনায়তন নাটকের জন্য বরাদ্দ দেওয়া হয়। এই তিন মিলনায়তনের নতুন নামকরণ করা হচ্ছে বলে জানালেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও জানান, ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষণ থিয়েটার মিলনায়তন নাটক মঞ্চায়নের জন্য উন্মুক্ত করা হবে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে প্রদর্শিত হয়েছে স্ট্যান্ডআপ কমেডি।

একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ‘জোকের রাজনীতি’ শীর্ষক অনুষ্ঠানে রম্য পরিবেশনা উপস্থাপন করেন আখলাক সিদ্দিকী, শাওন মজুমদার, সৈয়দ রিদওয়ান হাসান, মেহেদী হাসান তরু ও সামি দোহা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘শিল্পকলা একাডেমি সব সময় জনবান্ধব। আমরা গোঁয়ার্তুমি করে কিছু করতে চাই না। আমরা সবাইকে নিয়ে একটা জনবান্ধব পরিবেশ তৈরি করতে চাই। শুধু ঢাকায় নয়, জেলাগুলোতেও আমাদের অনুষ্ঠানগুলো চলছে। গার্মেন্টস কর্মীদের জন্য আলোকচিত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সারা দেশে কনসার্ট, ব্যান্ড শো, যাত্রা উৎসব, সাধুমেলা, গণ–অভ্যুত্থানের গান, বাহাস, ভাস্কর্য প্রদর্শনীসহ নানামাত্রিক অনুষ্ঠানমালা। যার অনেক অনুষ্ঠানমালা গত ১৫ বছরে হয়নি।’

পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ‘জোকের রাজনীতি’ শীর্ষক অনুষ্ঠানে রম্য পরিবেশনা উপস্থাপন করেন শাওন মজুমদার

একাডেমি মিলনায়তনের নামকরণ বিষয়ে মহাপরিচালক বলেন, ‘এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হয়েছে সেলিম আল দীন নাট্যালয়, স্টুডিও থিয়েটার হলের নামকরণ করা হয়েছে চন্দ্রাবতী নাট্যালয়। জাতীয় নাট্যশালা মিলনায়তনকে কবি আলাওল নাট্যালয় করা হবে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবন

অনুষ্ঠানে জানানো হয়, ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সমসাময়িক, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে বুনো পায়রা দলের পরিবেশনায় পরিবেশিত হবে স্ট্যান্ডআপ কমেডির ২য় পর্ব ‘স্ট্যান্ডআপ বাংলাদেশ’।