‘ব্যতিক্রম এবং নিয়ম’ নাটকের দৃশ্য
‘ব্যতিক্রম এবং নিয়ম’ নাটকের দৃশ্য

ব্রেখটের নাটকে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরবে প্রাচ্যনাট

ন্যায়বিচার কি কেবল ক্ষমতাবানদেরই অধিকার? দরিদ্র মানুষের জীবনের মূল্য কি শুধুই সংখ্যার হিসাব? বের্টল্ট ব্রেখটের কালজয়ী নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’ দর্শককে সে প্রশ্নগুলোই করে। মঞ্চে এ নাটকটিরই এবার বাংলা রূপ আনছে প্রাচ্যনাট। ‘ব্যতিক্রম এবং নিয়ম’ নামে এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন, নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। একই ভেন্যুতে আগামীকাল শনিবারও থাকবে দ্বিতীয় প্রদর্শনী। নাটকটির পৃষ্ঠপোষক সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

‘ব্যতিক্রম এবং নিয়ম’ নাটকের দৃশ্য

একটা সফরকে ঘিরে আবর্তিত হয়েছে ‘ব্যতিক্রম এবং নিয়ম’-এর গল্প। এই সফরের যাত্রী একজন বণিক, এক দরিদ্র কুলি আর একজন স্থানীয় পথপ্রদর্শক। পথ চলতে চলতে ব্যবসার চুক্তিতে পৌঁছাতে মরিয়া বণিক হয়ে ওঠেন সন্দেহপ্রবণ ও আত্মকেন্দ্রিক। একপর্যায়ে ভুল–বোঝাবুঝির জেরে গরিব কুলিকে গুলি করে হত্যা করে বণিক। আদালতে বিচার হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে বিচারক বণিকের দোষ খুঁজে না পেয়ে তার ‘ভয়ের যৌক্তিকতা’ মেনে তাকে মুক্তি দেয়। এখানেই নাটক প্রশ্ন তোলে—আইন কি সবাইকে সমান চোখে দেখে? বিচার কি শ্রেণিভেদে আলাদা?

নির্দেশক আজাদ আবুল কালাম বলেন, ‘নব্বইয়ের দশকে ব্রেখটের ‘লোক সমান লোক’ নির্দেশনার অভিজ্ঞতাই আমি এই প্রযোজনায় নবীনদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘ব্রেখটের শিক্ষামূলক নাট্যগুলোর একটি “ব্যতিক্রম এবং নিয়ম”। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে নাটকটিকে নতুন এক মাত্রায় নিয়ে গেছেন ব্রেখট। এই নাটকের শিক্ষা ন্যায়, বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখা, ক্ষমতার চেহারা উন্মোচন এবং দর্শককে বিবেকের মুখোমুখি দাঁড় করানো। সম্প্রতি ঘটে যাওয়া জুলাই গণ–অভ্যুত্থানের দেয়ালে আঁকা জনগণের দাবিও যেন এ নাটকেরই সম্প্রসারিত প্রতিধ্বনি।’
নাটকের অনুবাদক শহীদুল মামুন জানান, ব্রেখটের মূল গানগুলোর শুষ্ক অনুবাদ না করে বাংলা সংস্কৃতির আবেগ ও কাব্যিকতা ধরে রূপান্তরের চেষ্টা করেছেন তিনি। তাঁর মতে, ‘জার্মান ফ্যাসিবাদের পটভূমিতে লেখা নাটকটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আরও প্রাসঙ্গিক।’
নাটকে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শাখাওয়াত হোসেনসহ কয়েকজন নবীন শিল্পী।