
নাট্যজনদের বক্তব্যে ২০২২ সাল নতুন নাটক ও উৎসবের বছর। বৈচিত্র্য যেমন ছিল, তেমন ছিল নতুনত্ব।
করোনাকাল কাটিয়ে নতুন করে দর্শকের মঞ্চে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে চলতি বছরে এ অনিশ্চয়তা পুরোপুরি কেটে গেছে। আবার মঞ্চে ফিরেছেন দর্শক। এসেছে বেশ কিছু নতুন নাটক। তারকা শিল্পীদের মঞ্চে ফেরা, নতুন নাটক, উৎসব আর নতুন দল—সব মিলিয়ে বছর শেষে আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে নাটকপাড়া।
মঞ্চনাটকের জন্য চলতি বছরটাকে উর্বর মনে করছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ‘নতুন নতুন নাটক এসেছে। সেসবের মানও ভালো। ’ তুলনামূলক ‘নবীন’ দলের পাশাপাশি এ বছর পুরোনো প্রতিষ্ঠিত বড় দলগুলোও নতুন নাটক এনেছে। নাটকগুলো সাড়াও ফেলেছে। নাটক নিয়ে বিশেষ পরীক্ষা–নিরীক্ষাও হয়েছে। যেমন বছরের শুরুর দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’। যাত্রাপালার রীতিতে নাটকটি মঞ্চে পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।
নতুন নাটক: ৩৪উৎসব: ১৮নতুন নাটকের দল: ৪প্রদর্শনী: ১১২৩
দেশের উল্লেখযোগ্য ৩টি নাটকের দল এ বছর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে আরণ্যক, থিয়েটার, নাট্যচক্র নতুন নাটক যেমন এনেছে, তেমনি পুরোনো নাটক সময়ের সঙ্গে মিল রেখে মঞ্চস্থ করেছে তারা। থিয়েটার সাড়ে ছয় বছর পর মঞ্চে এনেছে তাদের ৪৭তম প্রযোজনা ‘পোহালে শর্বরী’।
বহু বছর পর নতুন নাটকের নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার। এই নাটকের বিশেষ দিক ছিল দুটি আলাদা দল; নাটকটির প্রতিটি চরিত্রের জন্য দুজন করে অভিনয়শিল্পী ছিল। ‘একদিকে যেমন দলের বেশি কর্মী কাজের সুযোগ পেয়েছেন, অন্যদিকে কারও সমস্যার কারণে যেন প্রদর্শনী থেমে না যায়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে,’ বললেন রামেন্দু মজুমদার।একই মাসে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আরণ্যক এনেছে নতুন নাটক ‘রাজনেত্র’।
আরণ্যকের ৬৪তম প্রযোজনাটির নাট্যকার ও নির্দেশক হারুন রশীদ। চলতি বছরে নাটকটির পাঁচটি সফল প্রদর্শনী করেছে তারা। সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাট্যচক্র ডিসেম্বরে তাদের প্রথম প্রযোজনা ‘এক্সপ্লোসিভ ও মূল সমস্যা’ পুনর্মঞ্চায়ন করে। এটিই ছিল স্বাধীনতার পর সেলিম আল দীনের প্রথম লেখা, ম হামিদের প্রথম নির্দেশনা এবং নাসির উদ্দীন ইউসুফের প্রথম অভিনীত নাটক। এ ছাড়া শব্দনাট্য চর্চা কেন্দ্র মমতাজউদদীন আহমদের ‘কী চাহ শঙ্খচিল’, সিলেটের কথাকলি থিয়েটার মামুনুর রশীদের ‘চের সাইকেল’, ঢাকার অন্তর্যাত্রা সেলিম আল দীনের ‘বনপাংশুল’ নতুন করে মঞ্চে এনেছে। বছর শেষে যোগ হচ্ছে আরেকটি নতুন নাটক।
মেঠোপথ থিয়েটার আনছে `মলুয়া', আগামী শুক্রবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ নাটকের উদ্বোধন হবে।
সাধারণ রঙ্গালয়ের ১৫০তম বার্ষিকী উপলক্ষে কলকাতায় বছরব্যাপী উৎসবের আয়োজন করেছে বঙ্গ নাট্য সংহতি। বাংলাদেশের নাট্যকার মামুনুর রশীদ নির্দেশিত নীল দর্পণ দিয়ে শুরু হয়েছে এ নাট্যোৎসব। বছরের হিসাবে মঞ্চনাটকের জন্য এর চেয়ে ভালো খবর আর কী হতে পারে!
নতুন দিনের নতুন নাটক
২০২২ সালে কয়টি নতুন নাটক এসেছে, এ–সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কাছে। তথ্য মিলল গবেষক বাবুল বিশ্বাস পরিচালিত বাংলাদেশ থিয়েটার আর্কাইভসে। এ প্রতিষ্ঠানে সংরক্ষিত তথ্যমতে চলতি বছরে মঞ্চে এসেছে ৩৪টি নাটক। পেশাগত প্রয়োজনে বাবুল বিশ্বাস প্রায় সব কটি নাটক দেখেছেন। তাঁর মতে, আগের বছরের তুলনায় চলতি বছর নাটকের সংখ্যা বেশি হলেও মানের দিকে তেমন কোনো পরিবর্তন নেই। তবে কিছু নাটক আলাদা আলোচনার দাবি রাখে।
এর মধ্যে অন্যতম থিয়েটারিয়ান প্রযোজিত আশিকুর রহমান নির্দেশিত ‘ডেথ অব আ সেলসম্যান’, মাসুম রেজা প্রযোজিত দেশ নাটকের ‘পারাপার’, রোকেয়া রফিক নির্দেশিত থিয়েটার আর্ট ইউনিটের ‘মাধব মালঞ্চী’, হারুন রশীদ নির্দেশিত আরণ্যকের ‘রাজনেত্র’, রেজানূর রহমান নির্দেশিত এথিক থিয়েটারের ‘রাজদ্রোহী’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমানও এ বছরের বেশ কিছু নতুন নাটক দেখেছেন। তাঁর কাছে ওপেন স্পেস থিয়েটারের ‘আর্সেনিক অ্যান্ড ওল্ড লেইস’, দেশ নাটকের ‘পারাপার’, প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘নিঃসঙ্গ লড়াই’, নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’, বটতলার ‘রাইজ অ্যান্ড সাইন’, ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ‘মহুয়া’সহ বেশ কিছু নাটক ভালো লেগেছে। তিনি বলেন, নাটকের দল ওপেন স্পেস থিয়েটার তাদের ‘আর্সেনিক অ্যান্ড ওল্ড লেইস’ নাটকের মাধ্যমে মঞ্চনাটকে পেশাদারির বিষয়টি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। ডার্ক কমেডি ধারার এই নাটকের টিকিট মূল্য প্রচলিত মূল্যের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও প্রতি মাসে একই দিনে দুটি প্রদর্শনীতে উপচে পড়া দর্শকের উপস্থিতি বাংলাদেশের নাট্যচর্চাকে অনুপ্রাণিত করছে।
এ যেন নাট্যপার্বণ
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য জানাচ্ছে, ১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে ১ হাজার ১২৩টি প্রদর্শনী হয়েছে। বাংলাদেশ ও ভারতের ১২২টি সাংস্কৃতিক সংগঠনের আনুমানিক ৪ হাজার শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। চট্টগ্রামে নান্দীমুখ আয়োজন করেছে আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবে অংশ নেয় বাংলাদেশ, ভারত, ফ্রান্স, জাপান, মেক্সিকো, স্পেন ও সুইডেনের নাট্যদল।
‘সম্প্রীতির জাগরণ, নাটকে অন্বেষণ’ স্লোগানে চট্টগ্রামে উৎসবের আয়োজন করে ঢাকার নাট্যদল নাটনন্দন। ডিসেম্বরে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২২’ বিশেষভাবে উল্লেখযোগ্য নবীন নাট্যকার ও নির্দেশকের কারণে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে পুঠিয়া ডিগ্রি কলেজ মাঠে ১৭তম দুলাল বাংলা লোকনাট্য উৎসবের আয়োজন করে পুঠিয়া থিয়েটার। ২৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বড় পরিসরে ১৮টি নাট্যোৎসব হয়েছে। নাটকের দলগুলো দেশের বাইরে বিভিন্ন উৎসবে যোগ দিয়েছে।‘
রাঢ়াঙ’-এর ২০০
নয়াহাটার সাঁওতাল বিদ্রোহের কাহিনি মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন মামুনুর রশীদ। ২০০৪ সালের ২ সেপ্টেম্বর তাঁর রচনা ও নির্দেশনায় ‘রাঢ়াঙ’ মঞ্চে আনে আরণ্যক। আলোচিত এ নাটকের ২০০তম প্রদর্শনী হয়েছে এ বছর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মঞ্চে নাটকটিতে অভিনয় করেন আরণ্যকের প্রথিতযশা সব অভিনয়শিল্পী। বিশেষ দুটি প্রদর্শনীতে চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান প্রমুখ শুরুর দিকের অভিনয়শিল্পীদের পাওয়া গেছে।
‘পোহালে শর্বরী’ দিয়ে দীর্ঘ ১৩ বছর পর নতুন নাটকে দেখা গেছে অভিনেত্রী তানভীন সুইটিকে।
প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা আগুনযাত্রার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে শাহেদ আলীকে। বছরের শেষ আলোচিত ‘রাজদ্রোহী’ নাটকে অভিনয় করেছেন সুমনা সোমা। স্টেইজ ওয়ান ঢাকা মঞ্চে এনেছে অভিনেতা আবুল হায়াতের লেখা মঞ্চনাটক ‘শোধ’। নতুন নতুন নাটক, নাটকের জাতীয় ও আন্তর্জাতিক উৎসব, পুরোনো নাটকের নবযাত্রা, তারকা শিল্পীদের ফিরে আসা—সব মিলিয়ে চলতি বছরটা ভালো কেটেছে। নাট্যকর্মীদের আশা, আগামী বছর এই ধারা অব্যাহত থাকবে।