জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ অগ্নিশ্রাবণ নাটকের দৃশ্য: আয়োজকদের সৌজন্যে
জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ অগ্নিশ্রাবণ নাটকের দৃশ্য: আয়োজকদের সৌজন্যে

সময় ও সংগ্রামের ‘অগ্নিশ্রাবণ’

ভৈরবী গীতরঙ্গ এনেছে নতুন নাটক ‘অগ্নিশ্রাবণ’। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২৭ জুন। পরদিন সন্ধ্যায় ছিল দ্বিতীয় মঞ্চায়ন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রযোজনাটি এনেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পরিবেশনায় ভৈরবী গীতরঙ্গ দল।

‘অগ্নিশ্রাবণ’ রচনা ও নির্দেশনা দিয়েছেন ইলিয়াস নবী। নির্দেশক জানান, ‘অগ্নিশ্রাবণ’ এক ঐতিহাসিক উপাখ্যান, যেখানে ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষের ভাগ্য বদলায় না। স্বৈরশাসক যায়, আরেক শাসক আসে; কিন্তু নিপীড়ন, ক্ষোভ, দীর্ঘশ্বাস থেকেই যায়। ইতিহাসের এ চক্রাকার পুনরাবৃত্তির বিপরীতে দাঁড়ানো এক সাহসী কণ্ঠস্বরই এ প্রযোজনার মূল সুর।

ইলিয়াস নবী বলেন, ‘মানুষের মুক্তির গল্পই বলতে চেয়েছি। তেভাগা আন্দোলন, ’৪৭, ’৫২, ’৬৯, ’৭১, ’৯০ থেকে ২০২৪ পর্যন্ত ইতিহাসের নানা লড়াই এ নাটকে উঠে এসেছে। সময় এখানে নিজেই চরিত্র হয়ে কথা বলে। ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষের ভাগ্য যে বদলায় না, সেই কথাই বলেছে “অগ্নিশ্রাবণ”।’

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২৭ জুন: আয়োজকদের সৌজন্যে

‘অগ্নিশ্রাবণ’ দেখে নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন অনেক দর্শক। শাদাব শাহরুখ নামের এক শিক্ষার্থী বলেন, ‘নাটকে গানের ব্যবহার, শিল্পীদের এনার্জি, মঞ্চ ও লাইট দেখার মতো ছিল। দ্বিতীয়বার এ নাটক দেখতে আসতে চাই।’

নির্দেশক জানান, দুটি শোতেই ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক ছিলেন। অনেক দর্শক দাঁড়িয়ে ও সিঁড়িতে বসে নাটক উপভোগ করেছেন। আগস্ট মাসে এ নাটকের তৃতীয় মঞ্চায়ন হবে।

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ অগ্নিশ্রাবণ নাটকের দৃশ্য: আয়োজকদের সৌজন্যে

মঞ্চে এটি পরিবেশন করেছেন অর্পিতা বিশ্বাস, অপরাজিতা দেবনাথ, অতনু রায়, সুরাইয়া তাসনিম, বিপ্লব হোসেন, ধ্রুব বেপারী, দীপ্ত সেন, ফাহমিদা সিদ্দিক, ফারিয়া জাহান, হৃদয় ঘোষ, এম এইচ এস লাবন, নন্দিতা দাস, পারমিতা রায়, প্রীতম দাস, প্রিয়ন্তী সাহা, শামানজা ইসলাম, সোহা ইসলাম, অঙ্কন সাহা, স্বপ্নীল মজুমদার, প্রতীক চাকমা, জিন্নাতুল ইসলাম, অরিত্র বসাক, অবনী হোসেন, তাসমীমা সুলতানা, অভিজিৎ দাস, আয়রিন সুলতানা, আশিকুর রহমান, মিরাজুল ইসলাম, আতিশা, হুমাইরা জেরিন, অর্পিতা ঘোষ, পিনাকী ভট্টাচার্য, ফাল্গুনী আহমেদ, মেরাজ আহমেদ ও আফনানুল হাসান।