জিয়াউল রোশান
জিয়াউল রোশান

আমাদের সম্পর্কটা দুই পরিবারেই জানে

২৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়া অপারেশন সুন্দরবন ছবির অন্যতম নায়ক জিয়াউল রোশান। ছবিতে লেফটেন্যান্ট কমান্ডার রিশান চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তরুণ এ নায়ক।

প্রশ্ন

চার সপ্তাহ ধরে চলছে অপারেশন সুন্দরবন।

প্রিমিয়ার শো থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ, উদ্দীপনা দেখেছি। ছবিটি দেখার পর দর্শকের ভালো ভালো রিভিউ পাচ্ছি। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। মুক্তির তৃতীয় সপ্তাহ থেকে সিনেপ্লেক্সের পাঁচ শাখায় প্রতিদিন শো ১২টি থেকে বাড়িয়ে ১৪টি করা হয়েছে। আমরা নানাভাবে প্রচার চালিয়েছি, এখনো চালাচ্ছি। ছবিটি এগিয়ে যেতে প্রচারটাও বড় ভূমিকা রেখেছে বলে মনে করছি।

প্রশ্ন

কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে তো একক হল কমেছে...

কারণ, তিনটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। দেশের মোট হলসংখ্যা এমনিতেই অনেক কম। নতুন ছবির জায়গা দিতে কিছু হল তো ছাড়তেই হবে। তা ছাড়া আরেকটি বিষয় আছে—হলের অবস্থা। আমরা অপারেশন সুন্দরবন টিম নারায়ণগঞ্জ মডার্ন সিনেমা হলে গিয়েছিলাম। হলের যা অবস্থা, তাতে দর্শক যে সেখানে বসে সিনেমা দেখেন, এটাই বড় ব্যাপার। হলে এসি নেই, অনেক সিট ভাঙা, পর্দার অবস্থাও ভালো না। সিনেপ্লেক্সে দেখার পর মডার্ন হলে ছবিটি দেখতে গিয়ে মনে হয়েছে ছবির কালার গ্রেডিং, লাইট, সাউন্ড সিনেপ্লেক্সের ১০ ভাগও ওখানে নেই। হলের এই বেহাল অবস্থার মধ্যে সিনেমা দেখতে দর্শক কীভাবে যাবেন? দেশের অনেক হলেরই অবস্থা এমন। হলগুলোর অবস্থা ভালো থাকলে এই ছবির দর্শকের অভাব হতো না।

জিয়াউল রোশান
প্রশ্ন

আপনার চরিত্র নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কী?

ছবিটিতে আমি র‌্যাবের লেফটেন্যান্ট কমান্ডার রিশান চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রের প্রতি আমার আগে থেকেই দুর্বলতা আছে। ফলে চরিত্রটির জন্য আমি পরিশ্রম করেছিলাম, ফিজিক্যালি তৈরি হয়েছিলাম। দর্শকের কাছ থেকে সেই প্রতিদান পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে নানাভাবে চরিত্রটি নিয়ে দর্শকের কাছ থেকে প্রচুর ইতিবাচক মন্তব্য পেয়েছি, পাচ্ছি। অনেক র‌্যাব কর্মকর্তাও সিনেমাটি দেখে ফোন নম্বর সংগ্রহ করে আমার চরিত্রের প্রশংসা করেছেন, সর্বোচ্চ রেটিং দিয়েছেন। আমার মনে হয়েছে, চরিত্রটি আমার করার দরকার ছিল, করতে পেরেছি।

প্রশ্ন

পরিবারের লোকজন কেউ দেখেনি?

পরিবারের কেউ এখনো দেখেনি। তবে মুক্তির দ্বিতীয় দিন আমার গার্লফ্রেন্ড দেখেছে। তার কাছে পুরো ছবিটিই ভালো লেগেছে। বিশেষ করে আমার সংলাপ, আমার অ্যাকশন খুব পছন্দ করেছে। আমার মতো তারও অ্যাকশন ভালো লাগে। সে আমার করা প্রথম ছবি বেপরোয়া দেখেও পছন্দ করেছিল।

জিয়াউল রোশান
প্রশ্ন

শুনেছি, আপনাদের প্রায় পাঁচ বছরের প্রেম। বিয়ে কবে?

আমাদের সম্পর্কটা দুই পরিবারেই জানে। সুতরাং তাড়াহুড়ার কারণ নেই। সে এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রী। কিছুদিনের মধ্যে পড়াশোনা শেষ হবে। বিয়ে করতে আরও এক বছর সময় নেব।

প্রশ্ন

বুবলীর সঙ্গে জুটি বেঁধে আরও একটি ছবি করার কথা শোনা গিয়েছিল...

ছবিটির নাম লন্ডন লাভ। তাঁর সঙ্গে এটি আমার চতুর্থ ছবি। এর মধ্যে ছবিটির দুই দিনের কাজ হয়েছে। একটি অ্যাকশন দৃশ্য করেছি। বাকি কাজ লন্ডনে হবে। আগামী ১ নভেম্বর লন্ডনে যাওয়ার কথা আছে। টানা ২০ দিন কাজ হবে সেখানে।

‘মুখোশ’ চলচ্চিত্রে জিয়াউল রোশান ও পরীমনি
প্রশ্ন

অন্য ছবির খবর কী?

পাপ, রিভেঞ্জ, জিন, করপোরেট—চারটি ছবি মুক্তির অপেক্ষায়। এ ছাড়া বিট্রে, প্রেম পুরাণ, মায়া দ্য লাস্ট ও জামদানি নামে আরও চার ছবির শুটিং শেষের পথে।