তারকাদের পদচারণে মুখর ছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। কেউ এসেছিলেন একা, কেউ সপরিবার। লালগালিচায় তারকাদের টুকরা গল্প নিয়ে এই আয়োজন। লালগালিচা পর্ব–৩
‘তৌকীর ভাই চিনেছেন?’
লালগালিচায় পা রেখেই দেখেন অভিনেতা তৌকীর আহমেদ। দূর থেকেই তাঁর উদ্দেশে আফসান আরা বিন্দুর প্রশ্ন, ‘তৌকীর ভাই, আপনি ঢাকায়, কেমন আছেন?’ কিছু সময়ের জন্য লালগালিচায় জমে গেল আড্ডা। এমন সময় পাশ থেকে তৌকীর আহমেদের উদ্দেশে আরেকজন বললেন, ‘ভাইয়া, আমাকে চিনেছেন? আপনি আমার লাক্সের বিচারক ছিলেন।’ তৌকীর বললেন, ‘তোমাকে চিনেছি। তুমি ফারিয়া শাহরিন?’
‘সবাইকে সুযোগ দেব’
গাড়ি থেকে নামতেই গায়িকা দিলশাদ নাহার কনাকে ঘিরে ধরলেন আলোকচিত্রীরা। কেউ বললেন, ‘একটু হাঁটুন।’ কেউ বললেন, ‘একটু দাঁড়ান।’ শেষে না পেরে কনা বললেন, ‘একে একে সবাইকে ছবি তোলার সুযোগ দেব। একজন করে বলেন।’
‘বউ আসতে চায় না’
প্রতিবার একাই লালগালিচায় পা রাখেন অভিনেতা তৌসিফ মাহবুব। এবারও তাঁকে একাই আসতে দেখা গেল। পাশেই দাঁড়িয়েছিলেন কয়েকজন অভিনেত্রী ও মডেল। একজন আলোকচিত্রী বললেন, ‘তৌসিফ ভাই, ভাবিসহ দাঁড়ান।’ এই অভিনেতা হেসে সঙ্গে সঙ্গে বললেন, ‘ভাই, আমি একা আসছি, আপনাদের ভাবি অনুষ্ঠানে আসতে চায় না।’
আগে সালাম
লালগালিচায় ফ্রেমবন্দী হতে ব্যস্ত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এমন সময় দেখলেন, গাড়ি থেকে নামছেন অভিনেতা আবুল হায়াত। তাঁকে দেখেই দৌড় শুরু করলেন নওশাবা, ‘ভাই, সালাম করে আসি। এত বড় অভিনেতার স্নেহ আগে নিই।’ দ্রুত চলে গেলেন আবুল হায়াতের কাছে।