মাথার ওপর বটগাছ নাকি ২০০ বছরের সাক্ষী...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, ফারিণদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
তৌসিফ মাহবুব নাটকের পরিচিত মুখ হলেও শাম্মী ২০২৩ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় মুকুট জয় করে মিডিয়ায় আলোচিত হন। তাঁদের একসঙ্গে দেখা যাবে, ‘ফার্স্ট লাভ’ ওয়েবে। একসঙ্গে ছবি পোস্ট করে তৌসিফ লিখেছেন, ‘ফার্স্ট লাভ ডায়েরিজ।’ সেখানে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ভাবি জানে।’তৌসিফ পাল্টা মন্তব্যে লিখেছেন, ‘ভাবি জানে।’
ছবি: ফেসবুক থেকে
কয় দিন আগেই প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন তাসনিয়া ফারিণ। তবে শুরুতেই নিজের প্রযোজনাপ্রতিষ্ঠান থেকে কী মুক্তি দিতে যাচ্ছেন, সেটা নিয়ে কোনো মন্তব্যই করছেন না। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ইমরান মাহমুদুল তোমার জন্য আর কখনো আমার এ মন গলবে না।’ ভক্তরা মন্তব্য করেছেন, মিউজিক ভিডিও দিয়েই হয়তো ফারিণের ফড়িং ফিল্মসের যাত্রা শুরু হতে যাচ্ছে।
অভিনয়শিল্পী দুই ভাই সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতির সঙ্গে সংগীতশিল্পী দুই ভাই প্রতীক হাসান ও প্রীতম হাসান। হঠাৎ তাঁদের দেখা। একসঙ্গে কোনো কাজে না গেলেও তাঁদের সম্পর্ক ভালো। সেই মুহূর্তটি ফ্রেমবন্দী করলেন দিব্য-সৌম্যের মা শাহনাজ খুশি। তিনি ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমাদের চেনা মায়ার, চেনা সুরের ছেলেরা।’
অভিনেত্রী তাহমিনা সুলতানা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কী বিপদে পড়লাম রে বাবা! আগে বাসায় আরামে পুরোনো টি–শার্ট, পায়জামা পরে ঘুরে বেড়াতাম। এখন সে সুখও গেল! মনে হচ্ছে যেকোনো মুহূর্তে ভূমিকম্প হবে আর আমাকে ওড়না সামলাতে সামলাতে দৌড় দিতে হবে।’
ছবিটি পোস্ট করে অভিনেত্রী দিলরুবা দোয়েল লিখেছেন, ‘এই অল্প জীবনেই কত অভিজ্ঞতা হলো, আর মাথার ওপর বটগাছ নাকি ২০০ বছরের সাক্ষী।’