পূজা চেরী।
পূজা চেরী।

ফারিয়ার নতুন কিছুর প্রস্তুতি, পূজার ব্যক্তিত্ব খোঁজার লড়াই

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী তানিয়া, সজল, সাদিয়া আয়মান, পূজা চেরীদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
অভিনয়শিল্পী তানিয়া আহমেদ এখন যুক্তরাষ্ট্রে বেশি সময় থাকেন। তাঁর সন্তানেরাও দেশটিতে থাকেন। মাঝেমধ্যে দেশে আসেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এই অভিনয়শিল্পী স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমি জানিনি বুঝিনি কিছু, তবু ছুটেছি তোমারি পিছু।’
গত ঈদুল ফিতরে মুক্তি পায় সজল অভিনীত ‘জ্বিন ৩’। মুক্তির পর সাড়া না পাওয়াতে প্রেক্ষাগৃহ মালিক ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেন। তবে ছবির ‘কন্যা’ শিরোনামের গানটি জনপ্রিয়তা পায়। জানা গেছে, নতুন ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এই মডেল ও অভিনয়শিল্পী। আজ বুধবার সজল কালো রঙের পাঞ্জাবি পরা একাধিক স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার কালো।’
তরুণ অভিনয়শিল্পী নাজনীন নীহা অভিনীত নতুন একটি নাটক শিগগিরই ইউটিউবে প্রকাশিত হবে। এর আগে নাটকের টিজার প্রকাশিত হয়েছে। এরই মধ্যে শুটিং সময়ের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে নীহা ক্যাপশনে লিখেছেন, ‘“মেঘের বৃষ্টি” নাটকে গ্রামীণ জীবনের অনন্য সৌন্দর্য।’
শ্রীলঙ্কায় ঘোরাঘুরির কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে সাদিয়া আয়মান লিখেছেন, ‘সূর্য যত দীপ্তিময় হয়, আমিও তত উজ্জীবিত হই।’
গত ঈদুল ফিতরে মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বিন ৩’। মুক্তির পর সাড়া না পাওয়ায় প্রেক্ষাগৃহ মালিক ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেন। নতুন কাজের খবরে নেই। মাঝখানে শোনা গিয়েছিল, ঘুরতে গেছেন। এর মধ্যে আজ টেবিল টেনিস খেলার তিনটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘নতুন কিছুর জন্য প্রস্তুতি চলছে।’
পূজা চেরী লিখেছেন, ‘যে জায়গায় নিজের ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সে জায়গা এড়িয়ে চলাই ভালো মনে করি।’
অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা ফেসবুকে লিখেছেন, ‘আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।’
নতুন ফটোশুটের একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘কালো সব সময়ই অভিজাত।’