মুখের হাসিই বলে দেয়—ভেতরে কতটা ভালোবাসা...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব, সুনেরাহ্ বিনতে কামালদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
নাট্যকার মাসুম রেজা, সালাহউদ্দিন লাভলু ও অভিনেতা চঞ্চল চৌধুরী জনপ্রিয় জুটি। ছবিটি পোস্ট করে মাসুম রেজা লিখেছেন, ‘আমার লেখা একটা নাটকের শুটিং হচ্ছিল। চঞ্চল একটা একটি দৃশ্যের শট দিয়ে এসে মনিটরে প্লেব্যাক দেখছিল, ওকে দেখিয়ে দিচ্ছিলাম কোন কোন জায়গায় একটু অন্য রকম এক্সপ্রেশন দেওয়া যেত, লাভলুর অনুমতি নিয়েই আমার অবজারভেশন দিচ্ছিলাম।’
ছবি: ফেসবুক থেকে
‘আঁতকা’য় অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে চলছে এটি। এর প্রচারণায় ছবিটি পোস্ট করে সুনেরাহ্ বিনতে কামাল লিখেছেন, ‘কে তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে বাধা দেওয়ার অধিকার রাখে?’
অভিনেতা শরীফুল ইসলাম ও সুমন পাটোয়ারীকে প্রায় এক দশক আগে দেখা গিয়েছিল ‘রেডিও চকলেট রিলোডেড’ নাটকে। দীর্ঘদিন পর তাঁরা আবার একসঙ্গে অভিনয় করছেন। ছবিটি পোস্ট করে শরীফুল লিখেছেন, ‘মুখের হাসিই বলে দেয়—ভেতরে-ভেতরে কতটা ভালোবাসা।’
একটি গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায় অভিনেত্রী মেহজাবীনকে। গানের তালে নিজেও গান গাইছিলেন। তাঁর পোস্ট করা সেই ভিডিওর নিচে নিজেই মজা করে মন্তব্যে লিখেছেন, ‘কিছু জেলাস লোকজন বলবে গানটা আমি গাই নাই।’
গায়ক থেকে অভিনয়ে এসেছেন তৌসিফ মাহবুব। একসময় গান করলেও পরে তিনি ব্যস্ত হয়ে যান অভিনয়ে। তিনি ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘যখন সময় ধীরে চলত, হাসি ছিল নিঃশর্ত।’