
রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস অভিনয় করতে যাচ্ছেন ‘বিয়ন্ড দ্য সান’ ছবিতে! এই প্রথম চলচ্চিত্রে অভিনয় করবেন কোনো পোপ।
অ্যাম্বি পিকচার্স প্রযোজিত ‘বিয়ন্ড দ্য সান’ একটি পারিবারিক ছবি। কতিপয় ধর্মীয় নীতি-নৈতিকতা ছবিটির কাহিনিটির ভিত্তি হলেও তাতে থাকবে রোমাঞ্চ। পোপ ফ্রান্সিস এখানে নিজের চরিত্রেই অভিনয় করবেন।
ছবিটি প্রযোজনা করছেন ইতালির প্রযোজক আন্দ্রেয়া আয়ারভোলিনো ও লেডি মনিকা বাকার্ডি। অ্যাম্বি পিকচার্স তাঁদেরই প্রতিষ্ঠান। ছবিটির জন্য চিত্রনাট্য লিখেছেন গ্রাসিয়েলা রডরিগেজ।
জানা গেছে, ছবিটির লভ্যাংশের পুরোটাই দেওয়া হবে আর্জেন্টিনার দাতব্য প্রতিষ্ঠান এল আলেমেন্দ্রো ও লস অরারেস ডি ক্রিস্টোকে। প্রতিষ্ঠান দুটি শিশু ও তরুণদের জন্য কাজ করে। -ভ্যারাইটি ডটকম