
টাকার কাছে নিজেকে যে বিকিয়ে দেননি, তারই উদাহরণ দিলেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। সম্প্রতি জানান, এক দিনে আকাশচুম্বী আয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু পছন্দ না হওয়ায় সে প্রস্তাব ফিরিয়ে দেন এই হলিউড অভিনেতা।
জর্জ ক্লুনির পরিচালনায় ‘দ্য টেন্ডার বার’ মুক্তি পাচ্ছে শিগগির। ছবিটি প্রসঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন দ্য গার্ডিয়ানকে। তখন জর্জ ক্লুনিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর কি এখন মনে হয় যে জীবনের এই পর্যায়ে এসে তাঁর পর্যাপ্ত টাকা হয়েছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দারুণ এক তথ্য জানান ক্লুনি। তিনি বলেন, ‘হ্যাঁ। একটা এয়ারলাইনসের বিজ্ঞাপনের জন্য ১ দিনে ৩ কোটি ৫০ লাখ ডলার আয়ের প্রস্তাব পেয়েছিলাম। এটা নিয়ে আমালের সঙ্গে আলাপ করি। আর আমরা সিদ্ধান্ত নিই যে এত টাকা দিলেও ওই বিজ্ঞাপনে অভিনয়ের কোনো মূল্য নেই।’
জর্জ ক্লুনি জানান, সে সময় এই বিজ্ঞাপনের সঙ্গে জড়িত দেশটি মিত্র হলেও সে মিত্রতা প্রশ্নবিদ্ধ ছিল। ক্লুনি বলেন, ‘আমি ভাবলাম, যদি এখানে অভিনয় আমাকে এক মিনিট ঘুম থেকে দূরে রাখে, তাহলে এত টাকা দিলেও ওই বিজ্ঞাপনে অভিনয়ের কোনো মূল্য নেই।’
স্ত্রী আমাল ক্লুনির সঙ্গে জর্জের ঘরে আছে চার বছরের যমজ সন্তান। ক্লুনি জানান, কেন তিনি সাম্প্রতিক বছরগুলোয় খুব একটা অভিনয় করছেন না। তিনি বলেন, ‘যখন আমার এই গ্রীষ্মে ৬০ বছর হলো, আমি আর আমার স্ত্রী এ বিষয়ে আলোচনা করলাম। আমি বললাম, আমরা যা করি, তা–ই আমরা ভালোবাসি। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা নিজেদের যেন মামুলি না করে রাখি।’
শুধু তা–ই নয়, জর্জের কাছে কাজের পাশাপাশি পরিবারও যে গুরুত্বপূর্ণ, সেটিও এর আগে জানিয়েছিলেন এই তারকা। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে তিনি জানান, ভবিষ্যতে ক্যারিয়ারের চেয়ে পরিবারকেই বেশি সময় দেবেন তাঁরা। ক্লুনি বলেন, ‘আমি আমালের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। কারণ, এখন আমার বয়স ষাট বছর। দেখুন, আমরা কীভাবে জীবন যাপন করছি, তা নিয়ে আমাদের একটু ভাবতে হবে।’
ক্লুনি জানান, তার মানে এই নয় যে তাঁরা চাকরি–বাকরি ছেড়ে দেবেন। বরং এর ভেতর থেকে কীভাবে সময় বের করে পরিবারকে দেওয়া যায়, সেই হিসাব কষছেন। ক্লুনি বলেন, ‘যদি আমার কাছে কাজ না থাকে, আমি মৃত। আমাদের নিশ্চিত করতে হবে যে কম্পিউটারে এবং শুটিং লোকেশনে যেতে যেন কম সময় ব্যয় হয়।’
সামনেই আসছে তাঁর ছবি ‘দ্য টেন্ডার বার’। এই ছবিতে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক। এটি ১৭ ডিসেম্বর মুক্তি পাবে অল্প কিছু সিনেমা হলে। ২২ ডিসেম্বর মুক্তি পাবে আমেরিকাজুড়ে। আর আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে আগামী ৭ জানুয়ারি।