
জিম ক্যারির সঙ্গে ‘দ্য মাস্ক’ ছবিতে অভিনয় করেছিলেন ক্যামেরন ডিয়াজ। দারুণ জনপ্রিয় হয়েছিল ছবিটা। সেটার আগে ও পরে অনেক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। একদিন হুট করে চলচ্চিত্র থেকে সরে গেলেন এই হলিউড তারকা। হঠাৎ কিসের টানে সিনেমা ছাড়লেন তিনি? সম্প্রতি সেই কারণই জানিয়েছেন ডিয়াজ।
গত বৃহস্পতিবার ক্যামেরন এসেছিলেন টক শো ‘হার্ট টু হার্ট’–এ। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, জনপ্রিয় অভিনেত্রী হিসেবে অভিনয় ছেড়ে দেওয়া যথেষ্ট মানসিক শক্তির ব্যাপার। কীভাবে জোগালেন সেই শক্তি? জবাবে ক্যামেরন বলেন, ‘দীর্ঘ সময় ধরে আপনি যদি বড় একটা জায়গায় কাজ করেন, আপনার স্বত্বাটা অন্যের হাতে চলে যায়।’
৪০ বছর বয়সে ক্যামেরন একদিন উপলব্ধি করেন, জীবনের অনেক কিছুই আর নিজ আয়ত্তে নেই। জীবনের অনেক কিছুই তিনি নিজে আর দেখভাল করতে পারছেন না। তিনি বলেন, ‘অভিনয়কে আমি ভালোবাসতাম, অভিনয় করতে আমার ভালো লাগত।’ তবে তিনি দৈনন্দিন জীবনকে সহজ করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি সত্যিই জীবনটাকে নিজের মতো করে চালিয়ে নিতে চেয়েছিলাম। এখন আমার দিনের রুটিন হচ্ছে সারা দিন আমি সেটুকুই করি, যা নিজের মতো করে করতে পারি।’
ডিয়াজ বলেন, ‘আমি এখন নিজের পুরোটা অনুভব করতে পারি। যেসব কাজ আগে করার সুযোগ পেতাম না, অভিনয় ছাড়ার পর এখন সেসব করতে পারছি।’ এখন স্বামী বেঞ্জি ম্যাডেনের সঙ্গে নিয়মিত দেখা হয় ডিয়াজের। তাঁরা সংসার শুরু করেছেন। ২০১৯ সালের ডিসেম্বর মাসে জন্মেছে তাঁদের মেয়ে রেডিক্স।
চলতি বছরের মার্চে ডিয়াজ ইয়াহু ফিন্যান্স প্রেজেন্টসকে বলেছিলেন, অভিনয় ক্যারিয়ারকে তিনি ইতিমধ্যে শতভাগ দিয়েছেন। তিনি বলেন, ‘এখন আমার জীবনের একটা ব্যতিক্রম সময় কাটছে। এখন আমি যা করছি, জীবনকে পরিপূর্ণ করতেই করছি। বিবাহিত জীবন, পরিবার আমাকে পরিপূর্ণ করেছে। সিনেমা করতে যা দরকার, তা আর আমার নেই। আমার সব জীবনীশক্তি এখন এখানে।’