Thank you for trying Sticky AMP!!

ঠিক যেন মনরো

‘ব্লন্ড’–এর আরমাস ঠিক যেন মনরো

কিউবান অভিনেত্রী আনা ডে আরমাস অনেক দিন ধরে অভিনয় করছেন। তবে ব্রিটিশ তারকা ড্যানিয়েল ক্রেগের সঙ্গে পরপর দুটি সিনেমা তাঁর অভিনয়জীবনের গতিপথ বদলে দিয়েছে। প্রথমে ‘নাইভস আউট’, ‘পরে নো ডাইম টু ডাই’ দিয়ে বড় প্রযোজনা সংস্থাগুলোর নজর কেড়েছেন অভিনেত্রী। মাঝে বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রেমের গুঞ্জন, পরে সে সম্পর্ক ভেঙে যাওয়ায় ব্যক্তিগত জীবন ঝড় বয়ে গেছে তাঁর।

‘নো টাইম টু ডাই’–এ আরমাস

তবে জীবনের সে ঝড় সামলে ওটিটিতে ঝড় তুলতে যাচ্ছেন তিনি। অন্তত নেটফ্লিক্সের ছবি ‘ব্লন্ড’-এর প্রথম ঝলক দেখার পর সেটাই মনে হয়েছে। ছবিটি তৈরি হয়েছে মেরিলিন মনরোর জীবন অবলম্বনে। মনরোর জীবন নিয়ে ছবি, আলোচনা হতে আর কী চাই। আরমাস অভিনয় করেছেন মনরোর চরিত্রেই। টিজারে আরমাসকে দেখার পর অনেক ভক্তের মুখে একটাই কথা—ঠিক যেন মনরো!

‘নাইভস আউট’–এর একটি দৃশ্যে আরমাস ও ক্রেগ

ওয়েব ছবিটির গল্প সম্পর্কে যতটা জানা গেছে, তাতে বোঝা যাচ্ছে, এতে স্বর্ণযুগের হলিউড ছবির অন্যতম আইকনের প্রায় পুরো জীবনই উঠে আসবে। থাকবে দুঃস্বপ্নের মতো কাটানো শৈশব থেকে তারকা হয়ে ওঠার গল্প। টিজার মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে আরমাস বলেছিলেন, ‘মনরো কেমন, কেবল সে অভিজ্ঞতাই পুরো দুনিয়াকে বোঝাতে চাই না, চাই নর্মা জিনকেও (মনরোর আসল নাম) চেনাতে। আমরা এক বছর ধরে প্রায় প্রতিদিনই ছবিটির কাজ করেছি।’

ব্রিটিশ তারকা ড্যানিয়েল ক্রেগের সঙ্গে পরপর দুটি সিনেমা আরমাসের জীবনের গতিপথ বদলে দিয়েছে

‘ব্লন্ড’ তৈরি হচ্ছে জয়েস ক্যারল ওটসের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। আরমাস জানান, পর্দায় মনরো হয়ে উঠতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তিনি। আরমাস বলেন, ‘আমি জয়েসের উপন্যাস পড়েছি, তাঁর শত শত আলোকচিত্র, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড ও সিনেমা দেখেছি। সিনেমার প্রতিটি দৃশ্যই তাঁর কোনো না কোনো আলোকচিত্র প্রেরণায় তৈরি।’ ছবির পরিচালক অ্যান্ড্রু ডোমিনিক। যিনি কয়েক মাস আগে দেওয়া এক সাক্ষাৎকারে দর্শকদের সতর্ক করে বলেন, ‘এটি দর্শককে ক্ষুব্ধ করবে।’ ‘ব্লন্ড’ নেটফ্লিক্সে মুক্তি পাবে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর।