Thank you for trying Sticky AMP!!

হারিয়ে যেতে চান না জো

জো সালদানা

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবিতে জো সালদানা অভিনীত চরিত্রটি ‘গামোরা’র পরিণতি কী হয়েছে? এর জবাব দিলে লেগে যেতে পারে ‘স্পয়লার’-এর তকমা। তাই সেদিকে না গিয়ে বরং মনোযোগ দেওয়া যাক জো-এর দিকেই। ‘ইনফিনিটি ওয়ার’-এর পর কী অবস্থা তাঁর? জো রীতিমতো আতঙ্কে আছেন। সেই আতঙ্ক হারিয়ে যাওয়ার। তাঁর ভাষায়, যেদিন থেকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সঙ্গে তাঁর সম্পর্ক চুকেবুকে যাবে, সেদিন থেকে হারিয়ে যাওয়ার আতঙ্ক তাঁকে গ্রাস করতে শুরু করবে।

জো সালদানা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন। গামোরা নামের এই চরিত্রের সাজে এরই মধ্যে জো তিনটি ছবিতে অভিনয় করেছেন। সবশেষে ইনফিনিটি ওয়ার-এ তাঁর চরিত্রটি তো পুরো সিনেমার মোড় ঘুরিয়ে দেয়!

সম্প্রতি এই ছবির প্রচারের জন্য একটি সাক্ষাৎকারে জো সালদানা তাঁর আতঙ্কের কথা প্রকাশ করেন। এই ফ্রাঞ্চাইজিতে তিনি না থাকলে কী হবে? এমন প্রশ্নের জবাবে জো বলেন, ‘এক অর্থে ভালো হবে, অন্য অর্থে খুব খারাপ হবে। ভালো হবে, কারণ আমি দর্শকের কাছে সব সময় তাদের পছন্দের গামোরা হয়ে বেঁচে থাকতে পারব। আর খারাপ হবে এই অর্থে যে আমি এর পর থেকে হারিয়ে যাওয়ার আতঙ্কে ভুগব। এরপর হয়তো আমাকে আর কেউ খুঁজবে না। আমি হয়তো সবার স্মৃতি থেকে হারিয়ে যাব। এই হারিয়ে যাওয়ার চিন্তাটা আমাকে আতঙ্কে ফেলে দেয়।’

তবে এতে জো সালদানা যতটা আতঙ্কিত হচ্ছেন, তাঁর ভক্তদের ততটা আতঙ্কিত না হলেও চলবে। আদতে তিনি হারাচ্ছেন না। অ্যাভেঞ্জার্স-এ সবুজ জো, আবারও অ্যাভাটার-এর নীলে ফিরতে যাচ্ছেন। ২০০৯ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের অ্যাভাটার ছবির সিক্যুয়ালে আবারও নীলরঙা নেতিরির চরিত্রে দেখা যাবে তাঁকে। পপসুগার