Thank you for trying Sticky AMP!!

'কসম করে বলছি, এখন ধূমপান করি না': লেডি গাগা

লেডি গাগা। ছবি: ইনস্টাগ্রাম

পপশিল্পী লেডি গাগা দিনে ৪০টি সিগারেট খেতেন। আঁতকে ওঠার মতো কথা। তবে এখন এটি কেবলই অতীত। সম্প্রতি সিগারেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন এই পপশিল্পী। গত শুক্রবার নিউ মিউজিক ডেইলি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এমনটি জানালেন তিনি।

কিম্ভূতকিমাকার পোশাক আর রংচঙা মেকআপে গাগাকে অন্য রকম লাগতে পারে। কিন্তু বাইরেও এক গাগা আছেন। তা বেশ কয়েকবারই তিনি প্রমাণ করেছেন। দাতব্য প্রতিষ্ঠানে অর্থদান কিংবা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো—এসব কাজে এগিয়ে এসেছেন বেশ কয়েকবার। একসময় হয়ে পড়েছিলেন ভয়ানক মাদকাসক্ত। মাদকের মরণকামড় থেকে রেহাই পেতে জোর চেষ্টা চালিয়েছেন। মাদক সেবন থেকে দূরে থাকতে শপথও করেছিলেন। এবার সিগারেট ছেড়ে দিয়ে অনন্য নজির গড়লেন এই সংগীতশিল্পী। তবে এটি যে চাট্টিখানি কথা ছিল না, তা–ও বোঝা গেল গাগার কথায়। লেডি গাগা বলেন, ‘আমি এখন ধূমপান করি না। কিন্তু একসময় আমার দিনে ৪০টি সিগারেট লাগত।’

গাগা আরও বলেন, ‘আমার জীবনের কসম করে বলছি, আমি এখন একদমই ধূমপান করি না। আমি পুরোপুরি ধূমপান ছেড়ে দিয়েছি। তবে এটা সহজ ছিল না। এটা ছিল মারাত্মক কষ্টের। আপনি যদি ধূমপান না করেন, তবে দয়া করে ধূমপান আর করবেন না। কারণ ধূমপান ছেড়ে দেওয়া যে কী কষ্টের! এটা নিষ্ঠুরতম কাজ। আর আমি কখনোই ধূমপান করব না।’

গাগা তাঁর নতুন অ্যালবাম নিয়েও কথা বলেন। তিনি বলেন, অ্যালবাম করাটা মারাত্মক কঠিন কাজ ছিল। গত শুক্রবার গাগা তাঁর নতুন একক গান ‘স্টুপিড লাভ’ প্রকাশ করেন। সামনে আসতে যাচ্ছে তাঁর অ্যালবাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অ্যালবাম তৈরি করা আমার জন্য খুবই আবেগী একটি ব্যাপার। আমি অ্যালবামটি করার সময় শুধুই কেঁদেছি এবং গানের জন্য গীতিকবিতা লিখে গেছি।’

এটি হতে যাচ্ছে গাগার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম। ধারণা করা হচ্ছে, অ্যালবামটির নাম হতে পারে ক্রোম্যাটিকা।
সূত্র: পিপিল ও ডেইলি মেইল